কুয়েতে আকামা বদলের নতুন নিয়ম
Saturday, December 13

কুয়েতে আকামা বদলের নতুন নিয়ম

প্রবাসী শ্রমিকদের তিন বছরের মধ্যে আকামা বদলের সুযোগ বন্ধ হচ্ছে কুয়েতে । দেশটির প্রাইভেট কোম্পানিতে শ্রমিকদের সুরক্ষা ও ভিসা দালালি বন্ধের লক্ষ্যে এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা নেয়া হয়েছে।

আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই নিয়মে কোনো কোম্পানিতে কর্মরত বিদেশি শ্রমিক তিন বছরের আগে ওই কোম্পানি ছেড়ে নতুন কোম্পানিতে যোগ দিতে পারবে না। ভিসা বাণিজ্য, মানব পাচার এবং শ্রমিক সুরক্ষায় এই ব্যবস্থা কুয়েত কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে যাচ্ছে।

কুয়েতের বর্তমান নিয়ম অনুযায়ী, দেশটিতে প্রবেশের এক বছর পর কোনো প্রবাসী চাইলে আকামা বদল করতে পারেন। অথবা দেশটিতে যাওয়ার ছয় মাস পর ৩০০ কুয়েতি দিনার ফি পরিশোধের মাধ্যমে প্রবাসীরা আকামা বদল করতে পারেন।

তবে নতুন আইনে দেশটির প্রাইভেট কোম্পানি এবং প্রকল্পগুলো বেশি লাভবান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *