Sunday, December 22
Shadow

খেলা : সুরাঙ্গা লাকমলের দুরন্ত বোলিং-এ মাত্র ১১২ রানে গুটিয়ে গেল ভারত

খেলা  : সুরাঙ্গা লাকমলের দুরন্ত বোলিং-এ মাত্র ১১২ রানে গুটিয়ে গেল ভারত

ঘরের মাঠে মাত্র ১১২ রানে গুটিয়ে  গেল ভারত

বিশ্বের সবচয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে সব সময় খেলতে নামে ভারত। কিন্তু শ্রীলংকার বিপক্ষে তারকা অনেক খেলোয়াড়কে বিশ্রামে রেখে প্রথম ওয়ানডে খেলতে নামে ভারত। এতে তেমন একটি শুভ সূচনা করতে পারেনি  কোহেলির পরিবর্তে অধিনায়ক রোহিত শর্মা। খেলা শুরুতে চাপে পরে ভারত। শিখর দেওয়ান কে নিয়ে ওপেনিং করতে নামে অধিনায়ক রোহিত শর্মা।

রানের খাতায় নাম লেখানোর আগেই ম্যাথোউজের এলবির শিকার হন শিখার দেওয়ান। তার পরপরই মাত্র দুই রান করে লাকমলের বলে ডিকওয়ালার হাতে ক্যাচ দেন,  অধিনায়ক রোহিত শর্মা। লাকমলের বোলিং তোপে একে একে ফিরে যান প্রথম সারির কয়েকজন ব্যাটসম্যান।

যদিও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধনী এককভাবে কিছুটা যুদ্ধ করার চেষ্টা করেন। কিন্তু পেরারার বলে ক্যাচ দিয়ে ৮৭ বলে ৬৫ রান করে মাঠ ছাড়েরন ধনী। এতে ঘরের মাঠে ভারত মাত্র ১১২ রানে অলআউট হয়ে যায়। ১০ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলেনেন লাকমল। এছাড়া প্রদীপ ২টি, পেরারা. ম্যাথউজ, ধনঞ্জয় ও পাথিরানা নেন একটি করে উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!