বরিশালে একটি নার্সিং ইন্সটিটিউটের হোস্টেলে ভূত আতঙ্কে চার ছাত্রী অজ্ঞান ও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছেন সহপাঠীরা।
জমজম নার্সিং ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর জালিস মাহামুদ বলেন, ‘ছাত্রীরা কোনো কারণে ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তারা বলছেন, ভূত দেখেছেন। আসলে তেমন কিছু নয়। জোরে বাতাসের শব্দে হয়ত ভয় পেয়েছেন। তাদের সুচিকিৎসা দেওয়া হচ্ছে।’
ছাত্রীরা জানান, ইন্সটিটিউটের হোস্টেলে প্রায় ৩৫ ছাত্রী থাকেন। অনেক দিন ধরেই কয়েকজন ছাত্রী বলে আসছিলেন, ছাদে হাঁটাহাঁটির শব্দ পাওয়া যায়। কলেজ প্রশাসনকে নিজেদের আতঙ্কের কথাও জানিয়েছিলেন তারা। শুক্রবার কোনো একটি অবয়ব দেখে ভয় পেয়ে অসুস্থ এবং অজ্ঞান হয়ে পড়েন চার ছাত্রী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, ‘বিষয়টি গোপন রাখতে বলেছিল স্যাররা। এখন আমরা টিসি আতঙ্কে আছি। অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালেও আনেননি তারা। আমরা বয়েজ হোস্টেল থেকে গিয়ে উদ্ধার করে হাসপাতালে এনেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক হোস্টলের আর এক ছাত্রী বলেন, প্রথমে ভূত মিথিলা নামে এক ছাত্রীকে খামচি দেয়। এরপর মেয়েটি ভয় পেলে হোস্টেল কর্তৃপক্ষ হুজুর এনে তেল ও পড়া পানি দেয়। কিন্তু সন্ধ্যার পর জামিলা নামে এক ছাত্রীর বাম হাতে ভূত খামচি দেয়। এরপর আতঙ্ক শুরু হলে একে একে আরো তিন শিক্ষার্থী অসুস্থ হয়।