Thursday, April 25
Shadow

জার্মানিতে উচ্চশিক্ষা : আগ্রহীদের জন্য ওয়েবসাইট

জার্মানিতে উচ্চশিক্ষা

জার্মানিতে উচ্চশিক্ষা : আগ্রহীদের জন্য ওয়েবসাইট

অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, প্রিন্সটন – বিলেত-আমেরিকার এই সব নামী বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কে না দেখে? সেই স্বপ্ন পূরণ না হলে রয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের অনেক শিক্ষা প্রতিষ্ঠান৷

প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য জার্মানিতে আসে

তবে নিজের পকেটের টাকা খরচ করে বিদেশে পড়তে যাওয়ার সাধ্য সবার কি আছে? শুধু বিশাল অঙ্কের টিউশন ফি নয়, বিদেশে থাকা-খাওয়ার খরচও কম নয়৷ তাই গত কয়েক বছরে অনেক ছাত্রছাত্রীই জার্মানি পাড়ি দিচ্ছে, কারণ এখনো এদেশে বেশীর ভাগ ক্ষেত্রেই প্রায় বিনামূল্যে উচ্চশিক্ষা পাওয়া যায়৷ আরও কি সুবিধা রয়েছে জার্মানিতে? কোথায়ই বা পাওয়া যাবে সেই সব তথ্য?

জার্মানিতে উচ্চশিক্ষা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, কিন্তু এটা এমন একটা বিষয়, যা কখনোই পুরানো হবে না৷ আর একটা সমস্যা হল, প্রত্যেক শ্রোতার মনে এমন অনেক প্রশ্ন জাগতে পারে, যা শুধু তাঁর জন্যই গুরুত্বপূর্ণ৷ আমরা সাধারণভাবে যে আলোচনা করি, তাতে তিনি তাঁর প্রশ্নের উত্তর সব সময়ে পান না৷ এই সমস্যার সমাধান খুঁজতে হলে যেতে হবে ডয়চে ভেলের ওয়েবসাইটে৷

ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইটের ডানদিকের কলামে মাঝামাঝি জায়গায় যুক্ত রয়েছে স্টাডি ইন জার্মানি নামক একটি ওয়েবসাইটের লিংক৷ ডয়চে ভেলে ও উচ্চশিক্ষার ক্ষেত্রে যে প্রতিষ্ঠান শিক্ষার্থী বিনিময়ের কাজ করে থাকে, সেই ডিএএডি মিলে তৈরি করেছে এই সাইট৷ এটা এমনভাবে সাজানো হয়েছে, যাতে সবাই তাদের আগ্রহ অনুযায়ী প্রশ্নের জবাব পেতে পারেন৷

যেমন কেউ যদি কোলোন বিশ্ববিদ্যালয়ে কোনো কোর্স করতে চান, তাহলে এই ওয়েবসাইটের ডানদিকে একেবারে উপরের দিকে রয়েছে শহরের তালিকা৷ সেখান থেকে কোলোন সিলেক্ট করলেই এক নজরে কোলন শহর সম্পর্কে বেশ একটা স্বচ্ছ ধারণা পাওয়া যাবে৷ কোলোনের বিশ্ববিদ্যালয়গুলোর লিংকও পাওয়া যাবে সেখানে৷

এতো গেল শহরভিত্তিক তালিকা৷ কিন্তু কেউ উচ্চশিক্ষার জন্য জার্মানিতে আসতে চাইলে, তিনি সাধারণত বিষয় অনুযায়ী এমন এক বিশ্ববিদ্যালয় খোঁজার চেষ্টা করবেন, যা সব দিক দিয়ে তাঁর জন্য সুবিধাজনক৷ ওয়েবসাইটের বাঁ-দিকেই এই খোঁজ শুরু করা যেতে পারে৷ সেখানে রয়েছে স্টাডিইং, রিসার্চ আর লিভিং৷ অর্থাত্ উচ্চশিক্ষা, গবেষণা ও দৈনন্দীন জীবনযাত্রা – এই ৩টি আইটেম৷ কেউ স্টাডিংই-এ ক্লিক করলে পাবেন গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়৷

যেমন বেসিক ইনফরমেশন বা প্রাথমিক তথ্যাদির মধ্যে রয়েছে প্রায় সব প্রশ্নেরই উত্তর, যা আমাদের সবার মনেই জাগতে পারে৷ আর শুধু উচ্চশিক্ষা নয়, জার্মানিতে থাকতে গেলে যা জানা প্রয়োজন তার প্রায় সব তথ্যই পাওয়া যায় এই একটি ওয়েবসাইটে৷ ভিসা থেকে শুরু করে সংসার চালানোর খরচ – কী না নেই এখানে৷

প্রশ্ন জাগতে পারে জার্মানির অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বা সংগঠনের ওয়েবসাইটের যদি প্রয়োজন পড়ে, সেগুলি কোথায় পাওয়া যাবে?

উত্তরে বলছি, স্টাডি ইন জার্মানি ওয়েবসাইটের মধ্যেই লুকিয়ে রয়েছে অন্যান্য অসংখ্য লিংক৷ তবে আলাদা কোনো তালিকা নেই – খুঁজতে খুঁজতে একেবারে ঠিক জায়গায় পেয়ে যাবেন সেই সব লিংক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!