Saturday, March 15

যেভাবে পারফিউমের ঘ্রাণ দীর্ঘসময় স্থায়ী হবে

পারফিউমেরবাহিরে যাওয়ার আগে সবাই শরীরে পারফিউম ছিটিয়ে নেন। অনেকে তীব্র ঘ্রান পছন্দ করেন, অনেকে হালকা। তবে সব পারফিউমের ঘ্রাণ কিছুক্ষণ পর তার ঘ্রানের তীব্রতা হারাতে শুরু করে। দামি পারফিউম হলেও কোনো কাজ হয়ে না। তাই দীর্ঘসময় ঘ্রাণ ধরে রাখতে জেনে নিন কয়েকটি ঘরোয়া টিপস :

১. শুষ্ক ও অন্ধকার জায়গায় পারফিউম রাখুন।

২. অতিরিক্ত তাপমাত্রা, আলো, আর্দ্রতার মতো বিভিন্ন কারণে সুগন্ধি ক্রমশ দুর্বল হয়ে পড়ে।

৩. ড্রেসিং টেবিল জানালার পাশে হলে সেখানে পারফিউম না রাখাই ভালো।

৪. কব্জির ভেতর, ঘাড়ের পাশ, নাভির নিচ, হাঁটুর পিছন, গোড়ালির ভেতর-বাইরে পারফিউম লাগান।

৫. পেট্রোলিয়াম জেলি লাগানোর পর পারফিউম স্প্রে করলে সুগন্ধি বেশিক্ষণ স্থায়ী হয়।

৬. গোসল করে ময়েশ্চারাইজার লাগানোর পর পারফিউম স্প্রে করুন, তারপর পোশাক পরুন।

৭. চুলে সরাসরি পারফিউম স্প্রে করবেন না।

৮. ব্রাশে পারফিউম লাগিয়ে তা দিয়ে চুল আঁচড়ে নিন, অনেক ভালো কাজ হবে।

৯. স্যাঁতসেঁতে জায়গায় পারফিউমটি রাখবেন না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *