‘অমরসঙ্গী’র প্রসেনজিত্ চট্টোপাধ্যায়কে মনে পড়ে? তাঁর চুলের স্টাইল বা হাঁটার ধরন? অথবা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘বিয়ের ফুল’-এ নায়ককে নিশ্চয়ই মনে পড়ে?
কাট টু, ‘মনের মানুষ’। অথবা কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ‘দৃষ্টিকোণ’-এর প্রসেনজিত্? বিশদে বললে, তাঁর কস্টিউম?
আসলে কেরিয়ার শুরু থেকেই ছবিতে নিজের লুক নিয়ে সচেতন থেকেছেন প্রসেনজিত্। যে সময় ইন্ডাস্ট্রিতে কস্টিউম নিয়ে সে ভাবে গুরুত্ব দেওয়া হত না, সেই আমল থেকেই চরিত্রের সঙ্গে কস্টিউম নিয়েও আলাদা করে চিন্তা করেছেন প্রসেনজিত্। সে সব কিছুকে সেলিব্রেট করতেই আগামী ২৯ সেপ্টেম্বর কলকাতার স্বভূমিতে আয়োজন হতে চলেছে এক অভিনব ফ্যাশন শোয়ের। যার নাম ‘রেট্রো মেট্রো।’
গোটা ভাবনাটি ডিজাইনার অনুশ্রী মলহোত্রর। ওই শো-এ প্রসেনজিতের তিন দশকের কেরিয়ারকে সেলিব্রেট করা হবে। শো স্টপার স্বয়ং প্রসেনজিত্। অন্যান্য মডেলদের সঙ্গে র্যাম্পে হাঁটবেন তিনি। অনুশ্রী ছাড়াও বিবি রাসেল, অভিষেক দত্ত, জয় মিত্রের মতো ডিজাইনাররা সমৃদ্ধ করবেন এই শো-কে।