Saturday, December 21
Shadow

বায়তুল মোকাররমে বোমা হামলার হুমকি

বায়তুল মোকাররমে বোমা হামলার হুমকি

বায়তুল মোকাররমে বোমা হামলার হুমকি

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আশপাশের আবাসিক হোটেলগুলো থেকে অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানিয়ে ওই মসজিদে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। রাজধানীর পুরান ঢাকার একটি ঠিকানা ব্যবহার করে হাফেজ মাওলানা কামরুজ্জামান নামে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের বরাবর ডাকযোগে পাঠানো এক চিঠিতে এই হুমকি দেওয়া হয়। হুমকিদাতা নিজেকে জেএমবি সদস্য বলেও পরিচয় দিয়েছে। চিঠিতে বলা হয়, ব্যবস্থা না নিলে ইসলামিক ফাউন্ডেশনেও বোমা হামলা চালানো হবে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর বংশালের ১৪৭/এ, মালিটোলার ঠিকানা ব্যবহার করে কথিত জেএমবি সদস্য হাফেজ মাওলানা কামরুজ্জামান গত ১৮ এপ্রিল চিঠিটি ডাকযোগে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবরে পাঠান। চিঠিটি গত ২৩ এপ্রিল ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ গ্রহণ করে। এরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্ম মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। ধর্ম মন্ত্রণালয় বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে অনুরোধ জানায়।

 

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং মতিঝিল বিভাগের উপকমিশনারকে (ডিসি) আলাদা চিঠি দিয়ে বিষয়টি অবহিত করে ব্যবস্থা নিতে বলেছে। চিঠিতে মসজিদের আশপাশের এলাকায় অসমাজিক কর্মকাণ্ড সংঘটিত হয় অভিযোগ তুলে তা বন্ধ না করলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এসব ঘটনার সঙ্গে ওই এলাকার পুলিশের কিছু কর্মকর্তাও জড়িত বলে চিঠিতে উল্লেখ করা হয়।

 

পুলিশের মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেন ইসলামিক ফাউন্ডেশনের চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেন, নিরাপত্তা বাড়ানো হয়েছে। উড়ো চিঠির হুমকির তদন্ত চলছে। চিঠির ঠিকানা অনুযায়ী জেএমবি কর্মীকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তদন্ত শেষ করে এ বিষয়ে বিস্তারিত জানাবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!