Monday, December 23
Shadow

বিএনপির মনোনয়ন চিঠি : একই আসনে স্বামী-স্ত্রী!

মনোনয়নএকই আসনে (কুড়িগ্রাম-১) বিএনপির মনোনয়নের চিঠি পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা এবং তার স্ত্রী জেলা বিএনপির সদস্য শামিমা রহমান আপন।

এছাড়া কুড়িগ্রামের চারটি আসনের অন্য তিনটি আসনেও দুইজন করে প্রার্থীকে চিঠি দিয়েছে দলটির মনোনয়ন বোর্ড।

সাইফুর রহমান রানার স্ত্রী ও জেলা বিএনপির সদস্য শামিমা রহমান আপন ব‌লেন, আমরা স্বামী-স্ত্রী দলীয় ম‌নোনয়‌নের চি‌ঠি ‌পে‌য়ে‌ছি।
ত‌বে আমরা কোনো প্র‌তিদ্ব‌ন্দ্বীতা থে‌কে ম‌নোনয়ন ফরম সংগ্রহ ক‌রি‌নি, কৌশলগত কার‌ণে আমরা স্বামী-স্ত্রী ম‌নোনয়ন ফরম সংগ্রহ ক‌রেছি। এখন রাজ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তি বি‌বেচনায় দল যা‌কে চূড়ান্ত ম‌নোনয়ন দে‌বে সে-ই নির্বাচ‌নে অংশ নে‌বে।

দলীয় সূত্রে আরো জানা গেছে, কৌশলগত কারণে স্বামী-স্ত্রী মনোনয়ন ফরম কিনলেও রানাই শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন পাবেন।

এছাড়া কুড়িগ্রাম-২ আসন থেকে মনোনয়নের চিঠি পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ এবং জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক। কুড়িগ্রাম-৩ আসন থেকে মনোনয়নের চিঠি প্রাপ্তরা হলেন-জেলা বিএনপির সভাপতি তাসভিরুল ইসলাম ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আব্দুল খালেক। কুড়িগ্রাম-৪ আসন থেকে মনোনয়নের চিঠি পেয়েছেন— রাজিবপুর উপজেলা বিএনপির সভাপতি মোখলেছুর রহমান এবং রৌমারী উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান।

কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে মোট ১৫ জন মনোনয়ন প্রত্যাশী দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!