Monday, December 23
Shadow

কখনো রমনায় যাওয়া হয়নি: বুবলী

বুবলী

কখনো রমনায় যাওয়া হয়নি: বুবলী

 

সত্যি কথা বলতে কী বিভিন্ন উৎসব পার্বণে পরিবারের সঙ্গে ঘরে কাটাতেই পছন্দ করি। হোক সেটা ঈদ কিংবা পহেলা বৈশাখ। এবারের বৈশাখ নিয়ে নতুন কোনো পরিকল্পনা নেই। সারাদিন বাসাতেই থাকবো। মজার কথা হল, এখন পর্যন্ত বৈশাখে কখনো রমনায় যাওয়া হয়নি। নববর্ষে পরিকল্পনা কী জানতে চাইলে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করলেন হালের আলোচিত অভিনেত্রী বুবলী।

তার কথার রেশ ধরেই জানতে চাওয়া হলো সত্যিই কখনো রমনায় যাওয়া হয়নি? প্রত্যুত্তরে বুবলী বলেন, বৈশাখ তো অনেক দূরে। আমি তো এমনিতেও রমনায় যাইনি। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আমি। বরাবরই ঘরকুনো বলতে পারেন আমাকে।
বুবলী আরও বলেন, পহেলা বৈশাখে সবসময় শাড়ি পরি। আসলে শাড়ি খুবই প্রিয়। এমনকি ফেসবুক ওয়ালেও খেয়াল করলে দেখবেন প্রায়ই শাড়ি পরিহিত ছবি পোস্ট করি। বৈশাখের দিন নিজেও কিছু টুকটাক রান্না করি। আর দুপুরে পরিবারের সবার একসাথে খাওয়া। এভাবেই মেতে থাকি দিনটাতে।

আরো পড়ুন : নায়িকাদের বৈশাখ কেমন কাটবে

এদিকে, মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবির কী অবস্থা জানতে চাইলে বুবলী বলেন, আমার বেশিরভাগ অংশের শুটিং শেষ। শুধু কয়েকটি সিকুয়েন্স ও গানের দৃশ্যায়ন বাকি। পাশাপাশি ডাবিংয়ের কাজও করছি। শীঘ্র দেশের বাইরে গানগুলো শুটিং হবে।

মুখের কথা শেষ না হতেই জানতে চাওয়া হলো বিদেশ মানে সেই তুরস্ক, নাকি? কবে যাচ্ছেন? এবার বুবলী বলেন, তুরস্ক যাচ্ছি। এছাড়া অন্য দেশেও শুটিংয়ের প্রস্তুতি রয়েছে। তবে তারিখটা এখনই সঠিকভাবে বলতে পারছি না। এটা পরিচালক ও প্রযোজক সাহেবরাই জানেন।

আরো পড়ুন : ল্যাবএইড হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. আমজাদ হোসেনের পরামর্শ : ককসিডাইনিয়া : মেরুদণ্ডের শেষ প্রান্তে ব্যথা

উল্লেখ্য, ‘পাসওয়ার্ড’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বুবলী। সবকিছু ঠিক থাকলে এবারের ঈদে বড় পর্দায় উঠতে পারে ছবিটি।

https://www.youtube.com/watch?v=r0t64gzuqtg

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!