Thursday, May 2
Shadow

ফলে গেল একিলিসের ভবিষ্যদ্বাণী ! (দেখুন ভিডিও)

ভবিষ্যদ্বাণী

রাশিয়া বিশ্বকাপ শুরুর অনেক আগেই ভবিষ্যদ্বাণী করতে অফিসিয়াল জ্যোতিষি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল একিলিসকে। তার কাজ ছিল বিশ্বকাপের ম্যাচগুলোতে জয়ী দল সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা। এই একিলিস কোনো দরবেশ বাবা নন; একটি সাদা বিড়াল! নিজের কাজে যে সে কোনো গাফিলতি করে না তার প্রমাণ পাওয়া গেল ২১তম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে। একিলিসের ভবিষ্যদ্বাণী অনুসারেই সৌদি আরবকে ৫-০ গোলে বিধ্বস্ত করল স্বাগতিক রাশিয়া।

অক্টোপাস ‘পল’, হাতিদের নিয়ে ২০১০ বিশ্বকাপ থেকে ম্যাচের আগে ভবিষ্যদ্বাণী করে আসছে আয়োজক দেশগুলো। ২০১০ সালের বিশ্বকাপে বেশকয়েকটি ম্যাচের ভবিষ্যদ্বাণী করে সুনাম কুড়িয়েছিল অক্টোপাস পল। পলের মত একইভাবে ভবিষ্যদ্বাণী করে অ্যাকিলিস। পলকে দুটি বাক্সে খাবার দেয়া হতো। দুটি বাক্সে প্রতিযোগী দুই দেশের পতাকাও থাকত। ভবিষ্যদ্বাণীর জন্য পল প্রথম যে বাক্স থেকে খাবার গ্রহণ করতো সে দলই ম্যাচ জিতবে- এভাবেই সাজানো হয়েছে পুরো প্রক্রিয়া।

গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া রাশিয়া বিশ্বকাপের ম্যাচের আগে দুটি আলাদা-আলাদা বাক্সে খাবারের সাথে দুই দলের পতাকা দেওয়া হয় অ্যাকিলিসের সামনে। অ্যাকিলিস প্রথমে গিয়ে রাশিয়া দলের পতাকা ঘেরা বাক্সটি স্পর্শ করে। সে বুঝিয়ে দেয়, রাশিয়া জিতবে প্রথম ম্যাচে। শেষ পর্যন্ত অ্যাকিলিসের ভবিষ্যদ্বাণী সত্যি হলো। এখন দেখা যাক, বাকী ম্যাচগুলোতে কি ভবিষ্যদ্বাণী করে অ্যাকিলিস নামের সাদা বিড়ালটি।

দেখুন বিড়ালের ভবিষ্যদ্বাণীর দৃশ্য

https://youtu.be/UUSpMFrZP98

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!