Friday, April 18

মরিচের পাতা কোঁকড়ানো রোগ ও তার প্রতিকার

মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়া একটি সাধারণ সমস্যা। প্রায় সব শখের বাগানিই এ সমস্যায় পড়ে থাকেন। সঠিক পদ্ধতি জানা না থাকায় অনেকেই আশা ছেড়ে দেন। এতে অন্য মরিচ গাছের পাতাও কুঁকড়ে যেতে শুরু করে।

রোগের বিস্তার : বাহক পোকা (সাদা মাছি- Bemisia tabaci), থ্রিপস ও পোষক উদ্ভিদের মাধ্যমে ছড়ায়।

রোগের লক্ষণ

১.       আক্রান্ত গাছের পাতা কুঁকড়ে যায় এবং স্বাভাবিক পাতার তুলনায় পুরু হয়।

২.       পাতাগুলো ছোট গুচ্ছাকৃতির হয়।

৩.       গাছের বৃদ্ধি কমে যায়।

৪.       গাছের পর্বগুলো কাছাকাছি হয় ও গাছ খর্বাকৃতি হয়ে পড়ে।

৫.       গাছে অতিরিক্ত ডালপালা জন্মায় ও ঝোপের মতো হয়।

৬.       ফল ধারণক্ষমতা কমে যায় এবং ফল আকারে ছোট ও কুঁকড়ানো হয়।

 

রোগের প্রতিকার

১.       সুস্থ গাছ থেকে পরবর্তী মৌসুমের জন্য বীজ সংগ্রহ করতে হবে।

২.       রোগাক্রান্ত চারা কোনো অবস্থাতেই লাগানো যাবে না।

৩.       চারা অবস্থায় বীজ তলা মশারির নেট দ্বারা ঢেকে রাখতে হবে।

৪.       রোগাক্রান্ত গাছ ও আশপাশের পোষক উদ্ভিদ তুলে ধ্বংস করতে হবে।

৫.  ক্যালসিয়ামের অভাবে এমনটা হতে পারে।

৬. অতিরিক্ত পানি দেওয়া যাবে না।

৭. গাছে নিমের তেল স্প্রে করতে হবে।

৮. চারা অবস্থা থেকে ম্যালাথিয়ন জাতীয় কীটনাশক প্রতি লিটার পানিতে ২ মিলি হারে মিশিয়ে বাহক পোকা দমনের জন্য স্প্রে করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *