Sunday, December 22
Shadow

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশিসহ ১০ জন নিহত

মালয়েশিয়ায়

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকবাহী একটি বাস ড্রেনে পড়ে সংঘটিত দুর্ঘটনায় ৬ বাংলাদেশি সহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৪ জন। রাত ১২টার শিফটে কাজ করা শ্রমিকদের বহন করছিলো বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ড্রেনে পড়ে গেলে ড্রেনটির দেয়ালের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়বাসটি। খবর নিউ স্ট্রেইট টাইমস অনলাইন।

রবিবার (৭ এপ্রিল) একেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এমএএস কার্গো, জালান এস ৮ পেকেলিলিংয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি নীলাই, নেগরি সেম্বিলান থেকে শ্রমিকদের নিয়ে আসছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় শ্রমিক বহনকারী ওই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি পার্শ্ববর্তী ড্রেনে পড়ে যায় এবং ড্রেনের দেয়ালে তীব্র গতিতে আছড়ে পড়লে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। পরে সার্ডাঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত ১১টার দিকের এই দুর্ঘটনায় গুরুতর আহত এক বিদেশি ও স্থানীয় বাস চালক মারা যান।

কেএলআইএ ওসিপিডি সহকারী কমিশনার জুলকিফলি আদমশাহ বলেন, দুর্ঘটনার সময় বাসটি ৪৩ জন বিদেশি শ্রমিক বহন করছিল। তারা এমএএস কার্গোতে চুক্তি ভিত্তিক কাজ করতেন।

তিনি আরও জানান, গুরুতর আহত বাকি ৩৪ জনকে চিকিৎসার জন্য কাজাং, সার্ডাং ও পুত্রাজায়াসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কারো নাম প্রকাশ করা হয়নি। তবে দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ।

এদিকে বাংলাদেশি শ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে পরিচয় শনাক্ত করতে চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী মো. মুকসেদ আলী।

সূত্র: সিএনএ, নিউ স্ট্রেইট টাইমস অনলাইন, দ্য স্টার অনলাইন

https://www.youtube.com/watch?v=AoO_iZhlnGs&fbclid=IwAR0d9VokMk5qR9ixnRg8Cn6xPJl7eLveRZMK5EV223b-qBQuSjY1zoVWiDs

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!