Monday, December 23
Shadow

মিশমী ব্যাকলেস ব্লাউজে এখন আরও হট

মিশমী

মিশমী বাংলা টেলিভিশন ক্যুইন এখন দাপিয়ে বেড়াচ্ছেন হিন্দি টিভির জগতে৷ দর্শক তাঁর অভিনয়, গ্ল্যামার, সৌন্দর্য্যের নেশায় বুঁদ৷ হিন্দি ধারাবাহিক ‘ডায়েন’-এ মূল চরিত্রে না হলেও নজর কেড়েছেন মিশমী দাস৷

তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে খানিক উঁকি ঝুঁকি মারতেই আবারও চোখ কপালে উঠল সাইবারবাসীর৷ মিশমী সেইসব অভিনেত্রীদের মধ্যে একজন যার রূপ-গুণের মায়া টেলিজগতে থেকে খুব কম সময়ের মধ্যে গিয়ে পড়েছে বড়পর্দায়৷

হট ব্যাকলেস ব্লাউজ থেকে ফ্রিল দেওয়া বল্যুন ব্লাউজ, আবার হট প্যান্ট থেকে জিনস-টিশার্ট, সব কিছুই নতুন ট্রেন্ড নিয়ে হাজির হন মিশমী৷ এর থেকেই বোঝা যায় রূপে গুণে নন ফ্যাশনের ব্যাপারেও রীতিমত জ্ঞান অভিনেত্রীর৷

নায়িকার ইনস্টাগ্রাম প্রোফাইল ঘাঁটলে জেন ওয়াইয়ের মেয়েরা পেয়ে যাবে অসংখ্য টিপস৷ নেটিজেনের কথায় তাঁর সোশ্যাল মিডিয়া সাইটগুলো একদম সাধারণ মেয়েদের মতো৷ একটা সেলেব সেলেব ব্যাপার থেকেও গার্ল নেক্সট ডোর ভাবও রয়েছে৷

মিশমীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ঘাটলে আপনি রোজকারের জামা কাপড় পরার ফ্যাশন টিপস থেকে শুরু করে বিয়েবাড়ি কিংবা অন্যান্য অনুষ্ঠানের পরার পোশাকের টিপসও পেয়ে যাবেন৷

শাড়ির সঙ্গে কীভাবে কনট্রাস্ট করে ব্লাউজ পরতে হয় তাও শিখিয়ে দিচ্ছেন মিশমী৷ এ না হয় গেল শাড়ির গল্প৷ নায়িকা কিন্তু ওয়েস্টার্ন ওয়্যারের ক্ষেত্রেও বেশ ট্রেন্ডি৷ যেমন পলাজোর সঙ্গে স্ট্রাইপড টিশার্টের কম্বিনেশন৷

 

ফ্যাশন ছাড়াও টেলিজগত মাতিয়ে তুলেছেন মিশমী৷ সম্প্রতি হিন্দি টেলিজগতে কাজ করার জন্য মিশমীর সোশ্যাল মিডিয়া ফোলোয়াড়ও বেশ বেড়ে গিয়েছে৷ মিশমীর মতো অভিনেত্রীর জন্য নেটিজেনের উৎসাহ দিন দিন বাড়ছে৷

 

শরীর পেতে চান কারা, জানাল নতুন গবেষণা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!