Monday, December 23
Shadow

শুরু হচ্ছে নম্বর ঠিক রেখে মোবাইল অপারেটর পরিবর্তন

মোবাইলমোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের (মোবাইল নম্বর পোর্টাবিলিটি—এমএনপি) বহুল প্রতীক্ষিত সেবা আজ সোমবার পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহিরুল হক জানান, রাত ১২টার পর থেকেই এ সেবা চালু হবে।

এ ছাড়া সোমবার সকালে এ বিষয়ে বিটিআরসির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বুধবার টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, গ্রাহকের ভালো সাড়া পেলে পরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম চালু করা হবে।

গ্রাহক পর্যায়ে এই সেবা পেতে বিটিআরসি ৫০ টাকা ফি নির্ধারণ করেছে। এমএনপির জন্য আবেদনের পর গ্রাহককে ৭২ ঘণ্টা অপেক্ষা করতে হবে এবং যদি কোনো গ্রাহক পুরোনো অপারেটরে ফিরে যেতে চান, তাহলে তাঁকে অপারেটর পরিবর্তন হওয়ার পর থেকে ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আপনার শিশুর জন্য শিক্ষা ও বিনোদনমূলক চ্যানেলটি আজই সাবসক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!