Monday, April 21

রান্নার দিন শেষ; প্রিন্টারে প্রিন্ট করে ফেলুন খাবার! (ভিডিওসহ)

রান্নার দিন

রান্নার দিন প্রযুক্তির উৎকর্ষের এই যুগে কোন কাজটা যে অসম্ভব; সেটা খোঁজাই যেন মুশকিল হয়ে যাচ্ছে! খাবার তৈরি করতে হলে বহু ঝক্কি ঝামেলা করে রান্না করতে হয়। কিন্তু এমন যদি হতো, আপনি কম্পিউটারে বসে নির্দেশ দিলেন, আর প্রিন্টারে প্রিন্ট হয়ে বের হয়ে এল খাবার! মোটেও বুজরুকি ভাববেন না; এই আকাশকুসুম কল্পনাকেই বাস্তবে পরিণত করেছেন একদল বিজ্ঞানী।

হ্যাঁ, এখন থ্রিডি প্রিন্টারেই খাবার প্রিন্ট করা সম্ভব। বিজ্ঞানের এক অত্যাশ্চার্য আবিস্কার এই থ্রিডি প্রিন্টার। এটা দিয়ে বৈজ্ঞানিক পরীক্ষার জন্য বিভিন্ন ত্রিমাত্রিক বস্তু থেকে শুরু করে শিশুদের খেলনা পর্যন্ত তৈরি করা যায়। থ্রিডি প্রিন্টারে এবার নতুন সংযোজন হলো খাবার। এই প্রিন্টার দিয়ে পিজ্জা, পাস্তা, মাংসের স্টেক, কনফেকশনারি সামগ্রী সহজেই তৈরি করতে পারবেন। এবং অবশ্যই সেসব খাবার খাওয়ার যোগ্য।

বিবিসি বাংলার সৌজন্যে নিচের ভিডিওতে দেখে নিন কীভাবে থ্রিডি প্রিন্টারে খাবার তৈরি করা হয় :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *