শ্রীলঙ্কায় আবারও বিস্ফোরণ - Mati News
Saturday, January 3

শ্রীলঙ্কায় আবারও বিস্ফোরণ

শ্রীলঙ্কায় আবারও বিস্ফোরণ

শ্রীলঙ্কায় আবারও বিস্ফোরণ

ভয়াবহ আত্মঘাতী সিরিজ বোমা হামলার চারদিন পার না হতেই শ্রীলঙ্কায় আবারও নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির পুলিশ।

শ্রীলঙ্কার টাইমস অনলাইনের প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার দিকে পুগোডা শহরের ম্যাজিস্ট্রেট কোর্টের পিছনে অবস্থিত একটি খালি জমিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখানো ‍কিছু জানাতে পারেনি পুলিশ।

গত রোববার ইস্টার সানডেতে শ্রীলঙ্কার রাজধানীসহ তিনটি শহরে একযোগে চালানো বোমা হামলায় ৩৫৯ জন নিহত ও ৫০০ জনের বেশি আহত হয়। এরপর থেকে দেশজুড়ে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে ও নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

 

https://www.youtube.com/watch?v=Geg0SPadJxM&feature=youtu.be&fbclid=IwAR2g_zPXDCHYTQDIa6q98jL37xUyMpcaOjfXFyXbYzPl1HtqpZD17O-a5zo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *