Thursday, January 2
Shadow

৪০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন

৪০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন । প্রতিযোগিতামূলক পরীক্ষা ও বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ । সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়মিত পেতে সাইটটি বুকমার্ক করে নিন।

১.বিড়াল প্রবন্ধে মেও শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে ??
উত্তর : ১৩ বার

২. বঙ্কিমচন্দ্রের রচিত প্রথম উপন্যাস কোনটি?
উত্তর : দুর্গেশনন্দিনী

৩. কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা?
উত্তর : রসাত্নক ও ব্যঙ্গধর্মী রচনা

৪. ঘরে বাইরে উপনাসটি কোন কবির?
উত্তর : রবীন্দ্রনাথের ।

৫. বিবাহের দিন কল্যাণী কী রংয়ের শাড়ি পড়েছিল?
উত্তর : লাল

৬. মামলা করলে তামাসার যেটুকু বাকি আছে তা পুরা হইবে, কারা বললো??
উত্তর : হিতৈষিরা

৭. ধান্য তার বসুন্ধরা যার, উক্তিটি কার?
উত্তর : রবীন্দ্রনাথের ।

৮. পূর্বে কারা ভাতের অভাবে শাক সবজি সিদ্ধ করে খাইতো?
উত্তর : রংপুরবাসী

৯.পূর্বে পল্লিবাসীগণ কি প্রস্তুত করে কাপড় কাচতো?
উত্তর : ক্ষার

১০. জুট মিলের কর্মচারীরা মাসিক কত টাকা মাইনে পাইতো?
উত্তর : ৫০০ – ৭০০ টাকা

১১.বিভুতিভূষের কালজয়ী যুগল উপন্যাসের নাম কি?
উত্তর : পথের পাচালি ও অপরাজিতা।

১২.আহ্বান গল্পে লেখকের কাছে বুড়ির শেষ ইচ্ছা কি ছিল?
উত্তর : কাফনের কাপড়।

১৩.বুড়িকে কোন গাছের তলায় কবর দেওয়া হয়?
উত্তর : প্রাচীন তিত্তিরাজ গাছ।

১৪. লেখন কোন মাসে নিজের চালা ঘরে উঠেছিল?
উত্তর : জ্যৈষ্ঠ।

১৫.কাজী নজরুল ইসলামের মতে কোনটি আমাদের নিষ্ক্রিয় করে দেয়?
উত্তর : পরাবলম্বন।

১৬.কত সালে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগদান করেন??
উত্তর : ১৯১৭ সালে।

১৭. সম্মার্জনা অর্থ কি?
উত্তর : ঘষে মেজে পরিস্কার করা।

১৮. মোতাহের হোসেন চৌধুরি কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন?
উত্তর : বুদ্ধিরমুক্তি আন্দোলন।

১৯. জীবন ও বৃক্ষ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
উত্তর : সংস্কৃতি কথা

২০.প্রেম ও সৌন্দর্যেরর স্পর্শ লাভ না করা মানুৃষের একমাত্র দেবতা কে?
উত্তর : অহংকার।

২১.মাসিপিসি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর : পূর্বাশা

২২. কানাইয়ের সাথে গোকুলের কত জন পেয়াদা এসেছিল?
উত্তর : তিনজন ।

২৩. কার শাউড়ি ননদ বাঘের মতো ছিল?
উত্তর : মাসির।

২৪. বাঙলির মুক্তির ছনদ বলা হয়?
উত্তর : ছয়দফাকে

২৫. মানুৃষের যখন পতন আসে, তখন পদে পদে ভুল হতে থাকে উক্তিটি কার?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের

২৬.অসামাপ্ত আত্নজীবনী গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ২০১২ সালে।

২৭. শেখ মুজিবুর রহমান লিখিত ‘ অসমাপ্ত আত্নজীবনী গ্রন্থের ভূমিকা কে লিখেছেন?
উত্তর : শেখ হাসিনা

২৮.জেলখানায় থাকা অবস্হায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতটি চিঠি লিখেছিলেন?
উত্তর : চারটি

২৯.বাংলাদেশের জাতিতাত্বিক জাদুঘর কোন শহরে অবস্হিত?
উত্তর : চট্টগ্রাম

৩০. পৃথিবীর প্রথম জাদুঘর কোথায় স্হাপিত হয়েছিল?
উত্তর: আলেকজান্দ্রিয়ায়

৩১. নুসরত শাহের আশরাফপুর শিলালিপি কোন হরফে লিখা ছিল?
উত্তর : তুঘরা হরফে

৩২.মিলিটারীরা কোথায় ক্যাম্প করেছিল?
উত্তর : কলেজের জিমন্যাশিয়ামে

৩৩.আসাদ গেইট স্টপেজ থেকে কতজন প্যাসেন্জার উঠল?
উত্তর : নয়জন

৩৪. রেইনকোট গল্পে নুরুলহুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন?
উত্তর : কেমিস্ট্রি

৩৫.’মহাজাগতিক কিউরেটর ‘গল্পে স্বকীয়তা হারানো প্রাণিটা হলো?
উত্তর : কুকুর

৩৬.মহাজাগতিক কিউরেটর গল্পে মানুৃষের বয়স কত বলা হয়েছে?
উত্তর : দুই মিলিয়ন

৩৭.মি. লোইসেল ও তার স্ত্রী ঋণ পরিশোধের জন্য কত বছর কষ্ট করেছিলেন?
উত্তর : দশবছর

৩৮.প্যালেস রয়েলে দেখা হারটির দাম কত?
উত্তর : চল্লিশ হাজার ফ্রা

৩৯. মাদাম ফোরস্টিয়ারের গহনাটির দাম কত ছিল?
উত্তর : ৫০০ ফ্রা

৪০. নেকলেস গল্পটি ফরাসি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর : La Gaulois.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!