Saturday, April 20
Shadow

সাধারণ জ্ঞান বিজ্ঞান : প্রশ্নগুলোর উত্তর জানতেন কী?

প্রতিযোগিতামূলক পরীক্ষার সাধারণ জ্ঞান বিজ্ঞান নিয়ে খুব কঠিন প্রশ্ন না আসলেও চর্চা না থাকলে অনেক সময় সহজ প্রশ্নের উত্তরও আমরা ভুলে যেতে পারি। তাই সাধারণ জ্ঞান বিজ্ঞান বিভাগের এ পর্বে রইল বাছাই করা কিছু সহজ অথচ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

১। বৈদ্যুতিক চার্জের একক কী?

উত্তর : কুলম্ব

২। ইলেকট্রনের নেগেটিভ চার্জের পরিমাণ কতো?

উত্তর : 1.60 * 10-19 C

৩। এক কুলম্ব হতে কতটি ইলেকট্রন প্রয়োজন?

উত্তর : 6.25 * 10^18 টি

৪। বিদ্যুৎ পরিবাহী হতে বস্তুতে কী থাকতে হয়?

উত্তর : মুক্ত ইলেকট্রন

৫। কোন প্রাণীটি সরাসরি খাবার থেকে পানি সংগ্রহ করে এবং কখনই পানি পান করতে হয় না?

উত্তর : ক্যাঙ্গারু ইঁদুর (ক্যাঙ্গারু র‌্যাট)

৬। মানবদেহের সবচেয়ে বড় কোষ কোনটি, যা খালি চোখেই দেখা যায়?

উত্তর : ডিম্বাণু

৭। মানবদেহের সবচেয়ে লম্বা কোষ কোনটি?

উত্তর : স্নায়ু কোষ

৮। আমাদের শরীরে বাইরে থেকে আসা কোষ (যেমন ব্যাকটেরিয়া) খেয়ে ফেলে কোনটি?

উত্তর : ফ্যাগোসাইটস

৯। মানবদেহে পেশীর সংখ্যা কত?

উত্তর : ৬৩৯টি

১০। কোন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডে দুটি প্রকোষ্ঠ আছে?

উত্তর : মাছ

১১। উড়তে না পারা সবচেয়ে ছোট পাখি কোনটি?

উত্তর : কিউই

১২। সরোলজি মানে কোন বিষয়ে পড়াশোনা বোঝায়?

উত্তর : টিকটিকি ও গিরগিটি জাতীয় প্রাণী নিয়ে।

১৩। হরমোন তৈরি হয় কোন গ্রন্থি থেকে?

উত্তর : এনডকরিন গ্রন্থি

১৪। সূর্যের ক্রোমোস্ফিয়ারে (বহির্মণ্ডল) পাওয়া প্রথম গ্যাস কোনটি?

উত্তর : হিলিয়াম

১৫। ধাতব সোডিয়াম কিসের মধ্যে ডুবিয়ে রাখতে হয়?

উত্তর : কেরোসিন

১৬। কোন খনিজ থেকে রেডিয়াম সংগ্রহ করা হয়?

উত্তর : পিচব্লেন্ড

১৭। পটাশিয়াম নাইট্রেট প্রধানত কী কাজে লাগে?

উত্তর : সার তৈরিতে

১৮। সোডা পানিতে কোন গ্যাস থাকে?

উত্তর : কার্বন ডাই-অক্সাইড

১৯। অ্যালুমিনিয়াম কোন আকরিকে থাকে?

উত্তর : বক্সাইট

২০। বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাসটি থাকে?

উত্তর : নাইট্রোজেন

সাধারণ জ্ঞান বিজ্ঞান বিভাগে নিয়মিত আপডেট হবে। এ ছাড়া প্রতিদিনই নতুন নতুন প্রশ্ন ও উত্তর পেতে চোখ রাখুন আমাদের সাইটে। নিজের মন্তব্য, পোস্ট বা লেখা শেয়ার করতে যোগ দিন স্টাডি ক্লাব গ্রুপে।

আরো পড়ুন

বাংলা : গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ (পর্ব-১)

উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ২৫টি তথ্য (পর্ব-১)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!