Sunday, December 22
Shadow

লাইভে প্রশ্ন করতে গিয়ে সঞ্চালিকা বলে ফেললেন সেক্স ! (ভিডিও)

সেক্সমুখ থেকে একবার কথা বেরিয়ে গেলেও তা আর ফিরিয়ে নেওয়া যায় না।  মুখ ফস্কেই হোক আর যেকোনো কারণেই হোক, কথা একবার ওষ্ঠবন্ধনী থেকে বেরিয়ে গেলে তা আর কোনোভাবেই ফিরে আসে না।  এবার লাইভে প্রশ্ন করতে গিয়ে ‘সিক্স’ বলার পরিবর্তে সেক্স বলে বিপাকে পড়েছেন এক সঞ্চালিকা।   এর ফলে হাসির পাত্রীতে পরিণত হয়েছেন তিনি।

সম্প্রতি ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচে লাইভে প্রশ্ন করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে।

এনটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার ফক্স ক্রিকেটের জনপ্রিয় সঞ্চালিকা নেরোলি মেডোস কথা বলছিলেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে।  মাত্র ছয় নম্বর টেস্ট খেলেই ১১ ক্যাচের কীর্তি গড়ে ফেলেছেন ঋষভ।  তরুণ এই উইকেট কিপারকে সিক্স টেস্ট বলতে গিয়ে নেরোলি বলে ফেললেন ‘সেক্স’।  ব্যস! সেই ভিডিও টুইটারে পোস্ট হওয়া মাত্রই তা ছড়িয়ে পড়ছে দেওয়ালে।

সম্প্রতি অস্ট্রেলিয়ার সফরেই ভারতের জাতীয় দলে অভিষেক হয়েছে ঋষভের।  ব্যাটে এখনও সেরকম কিছুই কর উঠতে পারেননি ঠিকই, কিন্তু  তিনি চর্চায় আছেন।  সে বাঁ হাতের ক্যাচ ডান হাতে ধরতে গিয়ে ক্যাচ ফসকানোই হোক কিংবা প্যাট কামিন্সকে স্লেজ করেই হোক, ঋষভ শিরোনামে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!