class="post-template-default single single-post postid-19015 single-format-standard wp-custom-logo group-blog vl-boxed aa-prefix-matin-">
Shadow

সৌদিতে একদিনে ৩৭ জনের শিরশ্ছেদ

সৌদিতে

সৌদিতে একদিনে ৩৭ জনের শিরশ্ছেদ

রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে সৌদি আরবে মঙ্গলবার ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তারা সবাই সৌদি আরবের নাগরিক। অন্যদের ‘সতর্ক করে দেওয়ার জন্য’ দু’জনের মরদেহ খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। খবর আলজাজিরার।

নিরাপত্তা কর্মকর্তাদের হত্যা, সন্ত্রাসী সেল গঠন, নিরাপত্তা অস্থিতিশীল করা ও শত্রু সংগঠনকে সহায়তার অভিযোগে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। রাজধানী রিয়াদ, পবিত্র নগরী মক্কা ও মদিনা, মধ্যাঞ্চলীয় কাসিম ও সংখ্যালঘু শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে সৌদি রীতি অনুযায়ী তাদের সবার শিরশ্ছেদ করা হয়েছে কি-না তা জানায়নি সৌদি সরকার।

দুটি মৃতদেহ কয়েক ঘণ্টা খুঁটির সঙ্গে বেঁধে রাখায় বিতর্কের মুখে পড়েছে সৌদি সরকার। চলতি বছরেই সৌদিতে অন্তত ১০০ জনের শিরশ্ছেদ করা হয়েছে। গত বছর শিরশ্ছেদ করা হয় অন্তত ১৪৯ জনের।

https://www.youtube.com/watch?v=Geg0SPadJxM

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!