Wednesday, April 23

গলা কাটা অবস্থায় নববধূর অর্ধনগ্ন দেহ উদ্ধার ইটাহারে

দেহগলা কাটা অবস্থায় এক নববধূর অর্ধনগ্ন দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের ইটাহারে। এদিন সকালে ইটাহারের দুর্গাপুরের কুকরাগন্ডা এলাকায় দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন ইটাহার থানায়। পুলিস এসে দেহটি উদ্ধার করে।

কুকরাগন্ডা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে রয়েছে একটি রাইস মিল। দীর্ঘদিন ধরেই সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আজ সকালে স্থানীয় বাসিন্দারা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দেখতে পান, রাইস মিলের পাশেই অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছে এক গৃহবধূর দেহ। গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন।

দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। সিঁথিতে চও়ড়া সিঁদুর, পরনের নতুন শাড়ি দেখে পুলিসের প্রাথমিকভাবে অনুমান, দেহটি সদ্য বিবাহিতা কোনও তরুণীর। তবে ওই তরুণীর পরিচয় এখনও জানা যায়নি। কে বা কারা ওই তরুণীকে কেন খুন করেছে? সে সম্বন্ধেও এখনও কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *