মজার ফ্যাক্টস : ঈল মাছ ও গুনগুন - Mati News
Saturday, December 13

মজার ফ্যাক্টস : ঈল মাছ ও গুনগুন

মজার ফ্যাক্টসমজার ফ্যাক্টস : ঈল মাছ ও গুনগুন

সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনকারী ঈল মাছ পাওয়া যায় ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা আর পেরুর নদীগুলোয়। এরা শক দিতে পারে ৪০০ থেকে ৬৫০ ভোল্ট।

গুনগুন করে গাইতে পারেন তো? এবার তবে নিজের নাকখানি চেপে ধরেন। এবার গুনগুনাতে পারেন কিনা দেখেন। পারবেন না!

ডানা না ঝাপটেও ছয় দিন পর্যন্ত শূন্যে ভেসে থাকতে পারে অ্যালবাট্রস পাখি।

আমাদের চোখ সনাক্ত করতে পারে এক কোটি রং!

পতঙ্গ কখনো কাপড় কাটে না, তার লালায় কাপড় নষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *