Thursday, April 25
Shadow

কলেজে ভর্তির আগে কয়েকটি কথা মাথায় রাখা খুব জরুরি

কলেজে ভর্তিরস্কুলের গণ্ডি পেরিয়ে ১৯ ২০-র বন্ধুরা অনেকেই এবার পা দিতে চলেছ কলেজের গণ্ডিতে। এইসময় বড় একটা সমস্যা হল উপযুক্ত বিষয় নির্বাচন করা। কলেজে ভর্তির আগে কয়েকটি কথা মাথায় রাখা খুব জরুরি।

পরীক্ষা শেষ হয়েছে মাস কয়েক আগে। এখন শুরু হয়েছে রেজ়াল্টের পালা। একে একে প্রকাশিত হতে চলেছে বিভিন্ন বোর্ডের রেজ়াল্ট। স্কুলের গণ্ডি পেরিয়ে ১৯ ২০-র বন্ধুরা অনেকেই এবার পা দিতে চলেছ কলেজের গণ্ডিতে। এইসময় বড় একটা সমস্যা হল উপযুক্ত বিষয় নির্বাচন করা। হয়তো বাবা-মা বলছেন এক, তোমার পছন্দ অন্য। কখনও বা বন্ধুবান্ধবদের দেখাদেখি নিতে যাচ্ছ এক কঠিন বিষয়, যা তোমার একেবারেই পছন্দ নয়। এ ক্ষেত্রে কয়েকটি কথা মাথায় রাখা খুব জরুরি-

১) পড়তে কিন্তু হবে তোমাকেই, তোমার বাবা-মা বা বন্ধুরা কিন্তু তোমার হয়ে সারা বছর পড়বে না বা পরীক্ষা দিয়ে দেবে না। কাজেই, কোন বিষয় তুমি পড়তে সবচেয়ে বেশি পছন্দ করো, কী নিয়ে পড়তে চাও, তা ভাল করে ভেবে দেখো।

২) রেজ়াল্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস ঠিকই, তবে এটাই একমাত্র মাপকাঠি নয়। আমাদের সিস্টেমে অনেকসময় কিন্তু কম পড়ে বা জাস্ট মুখস্থ করেও কখনও-কখনও কোনও বিষয়ে ভাল নম্বর পাওয়া যায়। কাজেই পরীক্ষায় কোন বিষয়ে খুব ভাল নম্বর পেলেই যদি ভেবে বসো যে তুমি ওই বিষয় নিয়ে পড়লেই বেশি উন্নতি করবে, তা হলে কিন্তু ভবিষ্যতে পস্তাতে হতে পারে।

৩) ‘বন্ধুরা অমুক জায়গায় তমুক বিষয় নিয়ে ভর্তি হচ্ছে, আমিও তাই করব’… এই ব্যাপারটা করতে গেলে কিন্তু সব ঘেঁটে ঘ হয়ে যাবে। বন্ধুদের পছন্দ আর তোমার পছন্দ কিন্তু সব সময় এক না-ও হতে পারে।

৪) ‘এই বিষয় নিয়ে পড়লে চাকরির সুযোগ বেশি, ওই বিষয়ের মার্কেট খুব খারাপ’… এ সব কথা একেবারেই মাথায় আনবে না। ঠিক মতো পড়লে কোনও বিষয়ই খারাপ নয়। সব বিষয়েরই কিছু-কিছু নিজস্ব কাজের জগৎ রয়েছে।

৫) অনেক সময় হতেই পারে যে নিজে ভাল বুঝতে পারছ না কোন বিষয় তোমার ভাল লাগে। সে ক্ষেত্রে যে বিষয়গুলো পছন্দ করেছ, সেই বিষয়গুলো নিয়ে পড়েছে এমন কেউ যদি থাকে জানাশোনার মধ্যে, তার সঙ্গে আলোচনা করতে পার। দরকার হলে সেই বিষয়ের একদম প্রাথমিক কিছু বইও ঘেঁটে দেখতে পার।

৬) ‘অমুক কলেজ ভাল, তমুক কলেজ খারাপ; তাই অমুক কলেজে যা পাব তাই নিয়েই পড়ব কিন্তু তমুক কলেজে পছন্দের বিষয় পেলেও ঢুকব না’… এই ধারণাটাও একেবারেই ভুল। জেনে রাখ, কলেজ জীবনে শিক্ষকরা সাহায্য করলেও বেশিরভাগ পড়াটাই কিন্তু নিজেকেই করতে হয়, তাই কলেজের থেকেও বেশি গুরুত্ব দাও বিষয় নির্বাচনের উপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!