Monday, December 23
Shadow

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ও নম্বর বণ্টন

২০১৪ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ও নম্বর বণ্টনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
Eenglish  (Marks -75)
[English for Today For class-VI, National Curriculum & Textbook Board (2013 Version)]
Grammar :
1.     Sentence 2. Parts of Speech 3.     Gender 4.     Number 5.     Punctuation and use of capital letters 6.     Tense 7.     Subject and Predicate 8.     Agreement of Subject and Verb 9.     Transformation of sentences 10.    Correct form of Verb 11.    Contractions 12.    Re-arrange jumbled words to make sentences13.    Spelling 14.    Phrases and Idioms
Open Ended :
1. Paragraph writing2.     Story writing from given outline 3.     Comprehension 4.     Argumentative Essay
গণিত (৫৫ নম্বর)
(জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত ২০১৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক)
১। স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ
২। অনুপাত ও শতকরা
৩। পূর্ণসংখ্যা
৪। বীজ গণিতীয় রাশি
৫। সরল সমীকরণ
৬। জ্যামিতির মৌলিক ধারণা
৭। ব্যবহারিক জ্যামিতি
৮। তথ্য ও উপাত্ত
৯। বুদ্ধিমত্তাবিষয়ক অঙ্ক
বাংলা (৪০ নম্বর)
গদ্য ও পদ্য (চারুপাঠ)
(জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত ২০১৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক।)
ব্যাকরণ :
১। ধ্বনি ও বর্ণ, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সন্ধি।
২। শব্দ ও পদ পরিচয় : শব্দ, পদ, পদের শ্রেণী বিভাগ, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, দ্বিরুক্ত শব্দ ও সংখ্যাবাচক শব্দ।
৩। লিঙ্গ
৪। বচন
৫। ক্রিয়ার কাল : শ্রেণী বিভাগ ও প্রয়োগ।
৬। কারক
৭। বাগধারা
৮। এক কথায় প্রকাশ
৯। বিরাম চিহ্ন
নির্মিতি/রচনারীতি :
১। ভাব-সম্প্রসারণ
২। অনুচ্ছেদ লিখন/যুক্তিভিত্তিক অনুচ্ছেদ (১০-১৫ বাক্য)
৩। অনুধাবন
৪। সারাংশ ও সারমর্ম
সাধারণ জ্ঞান (৩০ নম্বর)
১। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০১৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি পাঠ্যপুস্তকসমূহ)
২। সাধারণ জ্ঞান ও চলতি ঘটনাবলি (বাংলাদেশ সম্পর্কিত)
৩। বুদ্ধিমত্তা (IQ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!