প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা জানুয়ারিতে - Mati News
Sunday, January 25

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা জানুয়ারিতে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী বছরের (২০১৯) জানুয়ারি মাসের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। চলতি বছরের (২০১৮) নভেম্বরে জেএসসি, প্রাথমিক শিক্ষা সমাপনী ও সমমান পরীক্ষা, ডেসেম্বরে বার্ষিক পরীক্ষা ও জাতীয় নির্বাচন; এসব কারণে পরীক্ষা পেছানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এবারের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে রেকর্ড সংখ্যক প্রার্থী আবেদন করেছে। এ কারণে সারা দেশে একইসঙ্গে পরীক্ষাি নেওয়া সম্ভব হবে না। জেলাভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে।

উল্লেখ্য, সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২,০০০ শিক্ষক নিয়োগের জন্য গত ৩০ জুলাই ২০১৮ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর অনলাইনে আবেদনের সময়সীমা নির্ধারণ হয় ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত। এ সময়ে মোট ২৪,০০,৫৯৭ জন প্রার্থী আবেদন করেছেন। গতবারের চেয়ে এবার প্রার্থী সংখ্যা দ্বিগুণেরও বেশি।

নিয়োগ পরীক্ষা হবে ১০০ নম্বরে। এর মধ্যে এমসিকিউ-তে ৮০, আর ভাইভা-তে ২০ নম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *