বিদ্যা সিনহা মিম : ঝলমলে এক দেশি তারা
Friday, December 5

বিদ্যা সিনহা মিম : ঝলমলে এক তারা

বিদ্যা সিনহা মিম বাংলাদেশের এক নামকরা সেলিব্রেটি। একাধারে মডেল অভিনেত্রী তিনি। বিদ্যা সিনহা সাহা মিমের জন্ম ১০ নভেম্বর, ১৯৯২ সালে। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় তিনি প্রথম হন।

একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে চলচিত্রে অভিষেক হয় বিদ্য সিনহা সাহা মিমের।

সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে বাংলায় পড়েছেন তিনি

আমার আছে জল ছবিতে অভিনয় করে তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পীর পুরস্কার লাভ করেন।

আমার প্রাণের প্রিয়া ছবির জন্য আবারও একই পুরস্কার পান বিদ্য সিনহা মিম ।

বিদ্যা সিনহা সাহা মীম ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে এক বছরের চুক্তিতে ল্যাপটপ ব্রান্ড এসারের শুভেচ্ছাদূত হন।

মে মাসে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন।

আগস্ট মাসে ইউনিলিভারের সাবান লাক্সের শুভেচ্ছাদূত হন এবং পাঁচটি বিজ্ঞাপনের মডেল হন।‘প্রজন্ম যাবে

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *