সরকারি স্কুলে ভর্তি প্রক্রিয়া ১ ডিসেম্বর ২০১৮ থেকে শুরু - Mati News
Saturday, December 13

সরকারি স্কুলে ভর্তি প্রক্রিয়া ১ ডিসেম্বর ২০১৮ থেকে শুরু

২০১৯ শিক্ষাবর্ষে ঢাকা মহানগরীর সরকারি স্কুলে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া ১ ডিসেম্বর থেকে শুরু হবে । চলবে ১৩ ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত। গত বছরের মতো এ বছরও ভর্তির আবেদন করতে হবে অনলাইনে।

প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে । লটারি অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে।

অন্যান্য শ্রেণিতে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নিতে হবে। ঢাকা মহানগরের ৩৫টি সরকারি বিদ্যালয়কে ৩টি ‘গ্রুপে’ ভাগ করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩০ ডিসেম্বর। দেশের অন্যান্য সরকারি স্কুলের ভর্তি পরীক্ষার তারিখ স্থানীয়ভাবে নির্ধারণ করা হবে ।

আজ (বুধবার) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে ২০১৯ শিক্ষাবর্ষে ভর্তি নীতিমালা সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *