Thursday, March 28
Shadow

সপ্তম শ্রেণির বিজ্ঞান : ব্যাকটেরিয়া নিয়ে কিছু তথ্য

সপ্তম শ্রেণির বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে নিম্নশ্রেণির প্রাণে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। সেই ব্যাকটেরিয়া নিয়ে আজ থাকলো মজার কিছু তথ্য।

ব্যাকটেরিয়া 

ব্যাকটেরিয়ার কাজ অনেক। এরা মৃত জৈব উপাদান শোষণ করে এবং পচন ঘটাতে সাহায্য করে। পরজীবী ব্যাকটেরিয়াগুলো মধ্যে কিছু তাদের পোষককে মেরে ফেলে, অন্যরা আবার তাদের সাহায্য করে।

উদাহরণস্বরূপ, আপনার অন্ত্রের ব্যাকটেরিয়া খাবার হজমে ও পুষ্টি শোষণে সাহায্য করে। মানে ব্যাকটেরিয়া মানেই খারাপ কিছু নয়। ভালো-খারাপ দুই ধরনের ব্যাকটেরিয়াই আছে।

 

ধুলার চেয়েও পুরনো

ব্যাকটেরিয়া ৩৫০ কোটি বছরেরও বেশি সময় ধরে পৃথিবীতে রয়েছে। যা তাদের বানিয়েছে পৃথিবীর প্রাচীনতম জীবনে। এতে অনেকেই এককোষী প্রাণীটিকে ধুলার চেয়েও পুরনো বলে।

 

দ্রুত

একটি ব্যাকটেরিয়া সাধারণত এক সেকেন্ডে তার শরীরের দৈর্ঘ্যের প্রায় ১০০ গুণ বেশি দূরত্ব পাড়ি দিতে পারে। সাধারণত একটি বড় মাছ একই সময়ে তার দেহের দৈর্ঘ্যের প্রায় ১০ গুণ সামনে এগোতে পারে।

 

আমরা ব্যাকটেরিয়া খাই

যে পাউরুটি তুমি রোজ খাচ্ছো, ওটা ব্যাকটেরিয়া দিয়ে তৈরি। দই, পনির, কিমচির মতো আরও অনেক স্ন্যাকস ব্যাকটেরিয়া দিয়ে তৈরি।

 

বেশিরভাগই ভালো

ব্যাকটেরিয়া শুনতে খারাপ কিছু মনে হলেও বেশিরভাগ ব্যাকটেরিয়াই উপকারী। আমাদের শরীরে কোষের চেয়ে বেশি ব্যাকটেরিয়া রয়েছে। তাদের ছাড়া আমাদের খাবারই হজম হবে না। এবং তারা আমাদের শরীরকে খারাপ ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে। বিশ্বে যত ব্যাকটেরিয়া আছে, সেগুলোর মাত্র ১ শতাংশ ক্ষতিকর।

 

অনেক লম্বা

পৃথিবীতে যে পরিমাণ ব্যাকটেরিয়া আছে সেগুলোকে একটার সামনে আরেকটা রাখা হলেও ১০ বিলিয়ন আলোকবর্ষ হবে। অর্থাৎ সেকেন্ডে ৩ লাখ কিলোমিটার বেগে আলো ১০০০ কোটি বছরে যতদূর যাবে, ততদূর লম্বা হবে।

 

১৬৭৪ সালে আবিষ্কার

১৬৭৪ সাল পর্যন্ত মানুষ ব্যাকটেরিয়ার কথা জানতো না। ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহোক একটি নতুন উদ্ভাবিত মাইক্রোস্কোপের নিচে মানুষের মুখগহ্বর পরীক্ষা করতে গিয়ে ব্যাকটেরিয়ার অস্তিত্ব জানতে পারেন।

 

তারা দ্রুত মানিয়ে নেয়

ব্যাকটেরিয়া দ্রুত খাপ খায়। যে কারণে এমন কোনও অ্যান্টিবায়োটিক নেই যা আজীবন কাজ করবে। এ কারণে ঘন ঘন অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত নয়। এতে খারাপ ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিক-সহনশীল হয়ে গেলে পরে আর কোনও ওষুধে কাজ করবে না।

 

অনন্য আকৃতি

ব্যাকটেরিয়া গোলক, রড বা সর্পিল আকৃতির হয়। কিছু ব্যাকটেরিয়া পরিবর্তিত হয়। কেউ আবার কমা বা স্ক্রু আকৃতির হতে পারে।

 

টিকে থাকে

ব্যাকটেরিয়া চরম পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে। বরফ থেকে শুরু করে গরম পানি, এমনকি তেজস্ক্রিয় বর্জ্যেও এরা টিকে থাকতে পারে।

 

সপ্তম শ্রেণির বিজ্ঞান

 

Class 7 Science: Facts about bacteria

Bacteria do a lot of work. They absorb dead organic matter and help digestion. Some of the parasitic bacteria kill their hosts, others help them.

In the first chapter of the science book of class 7, there is a discussion on bacteria. Let us know some interesting facts about the lower organism.

For example, the bacteria in your gut help digest food and absorb nutrients. Bacteria are not necessarily bad. There are two types of bacteria, good and bad.

 

Older than dust

Bacteria have been around the earth for over 350 billion years. Which made them the oldest lives in the world. Many people call this unicellular animal older than dust.

 

Fast

A bacterium can travel about 100 times the length of its body in one second. Usually, a large fish can move about 10 times its body length at the same time.

 

We eat bacteria

The bread you eat every day is made of bacteria. Many more snacks like yogurt, cheese, kimchi are made with bacteria.

 

Mostly good

Although bacteria may sound bad, most bacteria are beneficial. We have more bacteria in our bodies than cells. Without them, our food will not be digested. And they protect our body from bad bacteria. Only 1 percent of the world’s bacteria are harmful.

 

Too long

The length of bacteria on Earth would be 10 billion light-years if placed one on top of the other. In other words, at a speed of 300000 kilometers per second, the light will go as far as 10 billion years.

 

Discovered in 1684

Until 1684, people did not know about bacteria. Dutch scientist Anthony van Leeuwenhoek discovered the existence of bacteria by examining the human mouth under a newly invented the microscope.

 

They adapt quickly

Bacteria adapt quickly. That is why there is no antibiotic that will work for a lifetime. For this reason, antibiotics should not be taken frequently. Once the bad bacteria have become antibiotic-tolerant, they will no longer work with any other drug.

 

Unique shape

Bacteria are spherical, rod, or spiral-shaped. Some bacteria change. Some may again be comma or screw-shaped.

 

It survives

Bacteria can survive extreme conditions. They can survive on everything from ice to hot water and even radioactive waste.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!