ষষ্ঠ শ্রেণি : কৃষিশিক্ষা দ্বিতীয় অধ্যায় : কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি
দ্বিতীয় অধ্যায়
কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি
অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে জেনে রাখি
কৃষি সমস্যা সমাধানের জন্য গবেষণালব্ধ জ্ঞান ও কলাকৌশলকে কৃষি প্রযুক্তি বলা হয়।
বীজ বপন, ফসল কাটা, ফসল মাড়াই-ঝাড়াই এর জন্য হস্ত ও শক্তিচালিত বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তি উদ্ভাবনের ফলে কৃষকেরা কৃষিকাজ অনেক সহজে করতে পারছেন।
যেসব যন্ত্র দ্বারা জমি চাষ, বীজ বপন, আগাছা দমন, পোকা-মাকড় দমন, পানি সেচ দেওয়া, ফসল তোলা, মাড়াই করা হয় তাকে কৃষি যন্ত্রপাতি বলে।
অক্টোবর-নভেম্বর মাসে সংরক্ষিত কাঁচা ঘাস বা সাইলেজ গরুকে খেতে দিতে হবে।
পলো বাঁশের শলাকা ও বেত দিয়ে তৈরি মাছ ধরার একটি প্রাচীন পদ্ধতি। শোল, গজার প্রভৃতি বড় বড় মাছ ধরার জন্য এটি ব্যবহৃত হয়।
ষষ্ঠ শ্রেণি : কৃষিশিক্ষা দ্বিতীয় অধ্যায় : কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি : বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্নোত্তর
ষষ্ঠ শ্রেণি কৃষিশিক্ষা দ্বিতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্নোত্তর