class="post-template-default single single-post postid-49376 single-format-standard wp-custom-logo group-blog vl-boxed aa-prefix-matin-">
Shadow

ষষ্ঠ শ্রেণি : কৃষিশিক্ষা : পঞ্চম অধ্যায় সৃজনশীল প্রশ্নোত্তর

ষষ্ঠ শ্রেণি : কৃষিশিক্ষা : পঞ্চম অধ্যায়
কৃষিজ উৎপাদন
অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে জেনে রাখি

ষষ্ঠ শ্রেণি কৃষিশিক্ষা সৃজনশীল প্রশ্ন ও উত্তর

 জো হচ্ছে মাটির সেই অবস্থা, যে অবস্থায় মাটিতে বীজ গজানোর মতো পর্যাপ্ত রস থাকে।
 মরিচ চারায় ৪-৫টি পাতা গজালে মাঠে রোপণের উপযুক্ত হয়।
 শীতকালে টমেটোর ফলন শতক প্রতি ২৫০ কেজি হয়।
 থাই সরপুঁটি মাছের আরেক নাম রাজপুঁটি।
 মুরগির পায়ে ৪টি আঙুল থাকে।
 উন্নত জাতের হাঁস বছরে গড়ে ২৫০টি ডিম পাড়ে।
 ২৮ দিন পর বাচ্চা কবুতরের শরীরে পালক গজায়।
 কৃষিজ উৎপাদন বলতে ফসল, গৃহপালিত পশুপাখি এবং মাছ উৎপাদনকে বোঝায়।
 বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, একজন ব্যক্তিকে দৈনিক ৪৫০ গ্রাম শাকসবজি ও ফল খাওয়া উচিত।
 উন্নত পদ্ধতিতে চাষ করলে প্রতি শতক জমি থেকে ৪৫Ñ৫৫ কেজি লালশাক পাওয়া যায়।
 কাঁচা মরিচে ভিটামিন ‘সি’ বেশি থাকে।
 টমেটোর ছত্রাকজনিত রোগ হচ্ছে ড্যাম্পিং অফ রোগ। এ রোগে চারার গোড়ায় পানি ভেজা দাগ পড়ে ও পঁচে যায়।
 বাংলাদেশের প্রায় ২২ মিলিয়ন গরু ও ১৩ মিলিয়ন ছাগল আছে।
 গ্রাম বাংলার মানুষ প্রায় ১৩০ মিলিয়ন দেশি মুরগি ও ৪০ মিলিয়ন হাঁস লালন পালন করছে।
 কবুতর ৫Ñ৬ মাস বয়সে ২৮ দিন অন্তর ৪৮ ঘণ্টার ব্যবধানে দুটি ডিম পাড়ে।

 

ষষ্ঠ শ্রেণি : কৃষিশিক্ষা : পঞ্চম অধ্যায় কৃষিজ উৎপাদন : সৃজনশীল প্রশ্নোত্তর

Class 6 Agriculture 5th Chapter Creative Questions

ষষ্ঠ শ্রেণি কৃষিশিক্ষা পঞ্চম অধ্যায় সৃজনশীল প্রশ্নোত্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!