ষষ্ঠ শ্রেণি : কৃষিশিক্ষা : পঞ্চম অধ্যায়
কৃষিজ উৎপাদন
অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে জেনে রাখি
জো হচ্ছে মাটির সেই অবস্থা, যে অবস্থায় মাটিতে বীজ গজানোর মতো পর্যাপ্ত রস থাকে।
মরিচ চারায় ৪-৫টি পাতা গজালে মাঠে রোপণের উপযুক্ত হয়।
শীতকালে টমেটোর ফলন শতক প্রতি ২৫০ কেজি হয়।
থাই সরপুঁটি মাছের আরেক নাম রাজপুঁটি।
মুরগির পায়ে ৪টি আঙুল থাকে।
উন্নত জাতের হাঁস বছরে গড়ে ২৫০টি ডিম পাড়ে।
২৮ দিন পর বাচ্চা কবুতরের শরীরে পালক গজায়।
কৃষিজ উৎপাদন বলতে ফসল, গৃহপালিত পশুপাখি এবং মাছ উৎপাদনকে বোঝায়।
বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, একজন ব্যক্তিকে দৈনিক ৪৫০ গ্রাম শাকসবজি ও ফল খাওয়া উচিত।
উন্নত পদ্ধতিতে চাষ করলে প্রতি শতক জমি থেকে ৪৫Ñ৫৫ কেজি লালশাক পাওয়া যায়।
কাঁচা মরিচে ভিটামিন ‘সি’ বেশি থাকে।
টমেটোর ছত্রাকজনিত রোগ হচ্ছে ড্যাম্পিং অফ রোগ। এ রোগে চারার গোড়ায় পানি ভেজা দাগ পড়ে ও পঁচে যায়।
বাংলাদেশের প্রায় ২২ মিলিয়ন গরু ও ১৩ মিলিয়ন ছাগল আছে।
গ্রাম বাংলার মানুষ প্রায় ১৩০ মিলিয়ন দেশি মুরগি ও ৪০ মিলিয়ন হাঁস লালন পালন করছে।
কবুতর ৫Ñ৬ মাস বয়সে ২৮ দিন অন্তর ৪৮ ঘণ্টার ব্যবধানে দুটি ডিম পাড়ে।