Friday, December 20
Shadow

English Paragraph Writing Methods for Class 8 SSC and HSC

English Paragraph Writing Methods Here is a very long pdf book, describing several English paragraph writing methods for class 8, SSC, and HSC. By following the shortcut techniques of English writing, you can save a lot of time and you don’t have to learn by heart every paragraph. You can just write all by yourself.

ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে এখন আর গাদা গাদা লাইন মুখস্ত করতে হবে না। ইংরেজিতে প্যারাগ্রাফ লেখার সহজ কৌশল জানা থাকলে খুব সহজে টেনশন ও সময় নষ্ট ছাড়াই লিখতে পারবেন প্যারাগ্রাফ। বিষয়বস্তুর ওপর ধারণা থাকলেই হবে। একেবারেই ধারণা না থাকলে অবশ্য এমনিতেই লেখা যাবে না।

এখানে মূলত প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে কী ধরনের তথ্য দিতে হবে, কিভাবে লেখা শুরু করতে হবে, কিভাবে লেখা এগিয়ে নিয়ে যেতে হবে, সে সম্পর্কে বিশদ বলা হয়েছে। তবে এর বাইরে ইংরেজিতে ভালো কিছু লিখতে জানতে হবে বেশ কিছু ভোকাবুলারি ও অ্যাপ্রোপ্রিয়েট প্রি-পজিশন। জানা চাই নানা ধরনের Phrase এর ব্যবহারও। এরপর নিজের মতো করে আগে বাংলায় প্যারাগ্রাফের জন্য একটি চমকপ্রদ প্রথম কয়েক লাইন তথা ইন্ট্রোডাকশন ভেবে নিতে হবে। সেই ভাবনাকে যথাযথ শব্দ ও বিকল্প বাক্য ব্যবহার করে লিখতে পারলেই সৃজনশীলতার ষোলোআনা বুঝিয়ে দেওয়া যাবে।

নিজের মতো করে ইংরেজিতে লেখার জন্যও এই নির্দেশিকাটি বেশ কাজে আসবে। তবে এর পরও যদি ইংরেজিতে লেখা নিয়ে বাড়তি পরামর্শ, সহায়তার প্রয়োজন হয়, তবে আমাদের ইমেইলে যোগাযোগ করুন- news@matinews.com

 

পিডিএফটি বড় হওয়ায় দুই ভাগে আপলোড করা হয়েছে। স্ক্রল করে পড়তে থাকুন।

পরবর্তী সময়ে পড়তে CTRL+D চেপে এই পেইজটি বুকমার্ক করে রাখুন।

 

English Paragraph Writing Methods  Part-1 (Page 1-85)

English Paragraph Writing Methods -1-85

 

English Paragraph Writing Methods  Part-2 (Page 86-170)

English Paragraph Writing Methods -86-170

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!