Friday, April 26
Shadow

HSC Physics 1st Paper MCQ : Chapter 10 : আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব

অধ্যায় – ১০: আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব

HSC Physics 1st Paper MCQ : Chapter 10 : আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব

 

১.গড় মুক্তপথ গ্যাসের পরম তাপমাত্রার –

 ক) সমানুপাতিক            খ) বর্গের সমানুপাতিক

 গ) ব্যস্তানুপাতিক           ঘ) বর্গের ব্যস্তানুপাতিক

২.পদার্থ বিজ্ঞানের যে শাখায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ নিয়ে আলোচনা করা হয় তাকে কী বলে?

 ক) আর্দ্রতামিতি             খ) শিশিরাঙ্ক

 গ) আপেক্ষিক আর্দ্রতা       ঘ) সম্পৃক্ত বাষ্প চাপ

৩. তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের –

 ক) সমানুপাতিক            খ) ব্যস্তানুপাতিক

 গ) বর্গের সমানুপাতিক    ঘ) বর্গের ব্যস্তানুপাতিক

৪.PV = ধ্রুবক সমীকরণটি সাধারণভাবে কোন সূত্রের প্রকাশ?

 ক) বয়েলের সূত্র             খ) চার্লসের সূত্র

 গ) চাপের সূত্র                ঘ) আদর্শ গ্যাস সমীকরণ

৫.গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কয় ধরনের প্রসারণ গুণাঙ্ক দেখা যায়?

 ক) এক        খ) দুই         গ) তিন        ঘ) চার

৬.আপেক্ষিক আর্দ্রতা কত হলে শিশিরাঙ্ক বায়ুর তাপমাত্রার সমান হবে?

 ক) শূন্য       খ) 50%           গ) 75%              ঘ) 100%

৭.1 মোল গ্যাসের ক্ষেত্রে PV এর যে সকল পাওয়া যায় n মৌলের ক্ষেত্রে PV – এর মান তার –

 ক) দ্বিগুণ হবে                খ) n গুণ হবে

 গ) অর্ধেক হবে               ঘ) একই হবে

৮.’NTP’ এর সঠিক রূপ কোনটি?

 ক) Normal Pressure and Teperature

 খ) Normal Atospheric Pressure

 গ) Normal Teperature and  Pressure

 ঘ) Normal Atospheric Teperature and  Pressure

৯.470 তাপমাত্রায় 1 mole গ্যাসের গতিশক্তি কত?

 ক) 3988.8 J                              খ) 886.826 J

 গ) 89.338 J                              ঘ) 1773.65 J

১০.নির্দিষ্ট তাপমাত্রায় কোন আবদ্ধ স্থান সর্বাধিক যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে, তা অপেক্ষা কম বাষ্প থাকলে তাকে বলে কী বলে?

 ক) সম্পৃক্ত বাষ্প চাপ        খ) অসম্পৃক্ত বাষ্প

 গ) অসম্পৃক্ত বাষ্প চাপ      ঘ) সম্পৃক্ত বাষ্প

১১. গ্যাসের অণুগুলোর আয়তন গ্যাসের পাত্রের আয়তনের তুলনায় –

 ক)  অতি নগণ্য হয়         খ) সামান্য কম হয়

 গ) বেশি হয়                  ঘ) দ্বিগুণ হয়

১২.বিশেষ অবস্থায় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে-

  1. হিলিয়াম
  2. অক্সিজেন

iii. বায়ু

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                                     খ) i ও iii

 গ) ii ও iii                                    ঘ) i, ii ও iii

১৩. পরমশূন্য তাপমাত্রায় যে কোনো গ্যাসের রৈখিক বেগের পরিবর্তন কেমন হবে?

 ক) শূন্য হবে                 খ) সর্বোচ্চ হবে

 গ) সর্বনিম্ন হবে                      ঘ) আংশিক পরিবর্তন হবে

১৪.গ্যাসের অণুর গড় মুক্ত পথ অণুর-

  1. মোট দূরত্বকে মোট কণার সংখ্যা দ্বারা ভাগ করে cvlqv যায়
  2. পর ci দুটি ধাক্কার মধ্যবর্তী দূরত্ব

iii. পথগুলো পরস্পর সমান হয়

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                                     খ) i ও iii

 গ) ii ও iii                                    ঘ) i, ii ও iii

১৫. অণুর গতিশক্তি কীসের উপর নির্ভরশীল?

 ক) চাপের উপর             খ) আয়তনের উপর

 গ) তাপমাত্রার উপর        ঘ) সবগুলোর উপর

১৬. 300C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত?

 ক) 31.83 mmHgP                  খ) 28.35 mmHgP

 গ) 35.66 mmHgP                  ঘ) 25.21 mmHgP

১৭. 320C তাপমাত্রায় কোনো স্থানের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ কত তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের সমান?

 ক)  00C                                     খ) 160C

 গ) 200C                                    ঘ) 320C

১৮. একই তাপমাত্রায় কোন শহরে বেশি স্বস্থি বোধ করবে?

 ক)  নাটোর                              খ) রাজশাহী

 গ) চট্টগ্রাম                   ঘ) কক্সবাজার

১৯.“শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বায়ুর উপর নির্ভর করে না” – কার সূত্র?

 ক) স্লেইসার                  খ) ডালটন

 গ) ক্লসিয়াস                  ঘ) হার্ন

২০.270C তাপমাত্রা 3 gm নাইট্রোজেন মোট গতিশক্তি কত?

 ক) 398.66 J                              খ) 400.66 J

 গ) 410.66 J                              ঘ) 420.66 J

২১.100C তাপমাত্রা ১ লিটার বায়ুতে তাপ দেয়া হলে যে পর্যন্ত তার আয়তন ও চাপ দ্বিগুণ না হয়। বায়ুর চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করে?

 ক) 2830C খ) 5660C গ) 8490C ঘ)11320C

২২.72 cm পারদ এবং 270C তাপমাত্রায় 20 g অক্সিজেনের আয়তন কত হবে?

 ক) 1.62 x 10-3 m3 খ) 16.24 x 10-3 m3

 গ) 1.64 x 10-4 m3 ঘ) 16.68 x 10-4 m3

২৩.কোন পদার্থের আচরণ পর্যবেক্ষণ ও আলোচনার জন্য তাপমাত্রা ও চাপ উভয়ই উল্লেখ করতে হয়?

 ক)তরল                      খ) গ্যাসীয়

 গ) কঠিন                     ঘ) তরল ও কঠিন

২৪.গ্যাসের গতি তত্ত্বকে গাণিতিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় স্বীকার্যগুলো কে প্রদান করেন?

 ক) রবার্ট বয়েল             খ) চার্লস

 গ) ক্লসিয়াস                  ঘ) রবার্ট ব্রাউন

২৫.ঘাসের শিশিরবিন্দু সঞ্চিত হওয়ার সম্পর্কে বলা যায়-

  1. শীতকালে ভোরবেলা জলীয় বাষ্প দ্বারা বায়ু সম্পৃক্ত হয়ে যায়
  2. বায়ুমন্ডলের জলীয় বাষ্পের কিয়দংশ জমে শিশিরে পরিনত হয়

iii. শীতকাল ছাড়া অন্য কোনো সময় শিশির জমা সম্ভব নয়

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                                     খ) i ও iii

 গ) ii ও iii                                    ঘ) i, ii ও iii

২৬.কোন তাপমাত্রায় বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে?

 ক) খুব উচ্চ মাত্রায়         খ) কক্ষ তাপমাত্রায়

 গ) কুব নিম্ন মাত্রায়         ঘ)00C তাপমাত্রায়

২৭.পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী গড় দূরত্বকে কী বলে?

 ক) গড় মুক্ত পথ             খ) মুক্ত পথ

 গ) গড় বেগ                  ঘ) বেগ বন্টন

 

HSC Physics 1st Paper MCQ : Chapter 10 : তরঙ্গ

 

২৮.ভর ও চাপ স্থির রেখে কোনো গ্যাসের পরম তাপমাত্রা দ্বিগুণ করা হলে আয়তন –

 ক) অর্ধেক হবে              খ) এক চতুর্থাংশ হবে

 গ) দ্বিগুণ হবে                ঘ) চারগুণ হবে

২৯.কত সলে রবার্ট বয়েল নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক স্থাপন করেন?

 ক) ১৬৪২                    খ) ১৬৫২

 গ) ১৬৬২                    ঘ) ১৬৭২

৩০.ভ্যানডার ওয়ালস সমীকরণ অনুসারে গ্যাস অণুগুলো-

 ক)পরস্পরকে বিকর্ষণ করে

 খ) পরস্পরকে আকর্ষণ করে

 গ) শুধু মাত্র পাত্রের দেয়ালকে আকর্ষণ করে

 ঘ) কোনোটিই নয়

৩১. স্বাভাবিক তাপমাত্রা ও চাপে নাইট্রোজেনের ঘনত্ব 1.25 kgm-1। অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল এর মান কত?

 ক) c = 400 ms-1                     খ) c = 125 ms-1

 গ) c = 493.07 ms-1               ঘ) c = 490.05 ms-1

৩২.বয়েলের সূত্রে কোনটি স্থির থাকে?

 ক) তাপমাত্রা                খ) চাপ

 গ) আয়তন                  ঘ) ঘনত্ব

৩৩.বয়েলের সূত্রানুসারে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন –

 ক) এর চাপের সমানুপাতিক

 খ) এর চাপের ব্যস্তানুপাতিক

 গ) স্থির তাপমাত্রায় এর চাপের ব্যস্তানুপাতিক

 ঘ) কোনোটিই নয়

 

HSC Physics 1st Paper MCQ : Chapter 10 : তরঙ্গ

 

৩৪.গড় মুক্ত পথ –

  1. একক আয়তনে অণুর সংখ্যার ব্যস্তানুপাতিক
  2. অণুর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক

iii. গ্যাসের চাপের ও তাপমাত্রার সমানুপাতিক

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii

৩৫.বায়ুমন্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফল নয় কোনটি?

 ক)শিশির                    খ) কুয়াশা

 গ) ঝড় ঘ) বৃষ্টি

৩৬.গ্যাসের গতিতত্ত্বের জনক কাকে বলা হয়?

 ক) জুল                       খ) ম্যাক্সওয়েল

 গ) বোলজম্যান             ঘ) বার্ণোলি

৩৭.নিচের কোনটির স্ফুটনাঙ্ক বেশি?

 ক) পারদ                     খ)পানি

 গ) গ্লিসারিন                 ঘ) ক্লোরোফর্ম

৩৮.270C তাপমাত্রায় দুটি হিলিয়াম পরমাণুর গতিশক্তি কত? [K = 1.38 x 10-23 J/K]

 ক) 12.42 x 10-23 J                 খ) 2.76 x 10-21 J

 গ)6.21 x 10-21 J                     ঘ)12.42 x 10-21 J

৩৯.গ্যাসের গড় মুক্তপথ কীসের ব্যস্তানুপাতিক?

 ক) চাপ                       খ) তাপমাত্রা

 গ) আয়তন                  ঘ)দূরত্ব

৪০. বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নামতে পারে কারণ-

  1. বায়ু বিকিরণ প্রকৃয়ায় তাপ বর্জন করে
  2. শীলত ও গরম বায়ুর মিশ্রণ

iii. রুদ্ধতাপীয় প্রকৃয়ায় চাপের দ্রুত পরিবর্তন

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                                     খ) i ও iii

 গ) ii ও iii                                    ঘ) i, ii ও iii

 

HSC Physics 1st Paper MCQ : Chapter 10 : তরঙ্গ

 

৪১.শুষ্ক বায়ু বলতে কী বুঝায়?

 ক) শিশিরাঙ্ক 00C                   খ) পরম আর্দ্রতা শূন্য

 গ) শিশিরাঙ্ক 10C                   ঘ) আপেক্ষিক আর্দ্রতা 0%

৪২.তিনটি গ্যাস অণুর বেগ হচ্ছে 15 m/s, 30 m/s এবং 35 m/s। তাদের মূল গড় বর্গ কত হবে?

 ক) 28m/s-1                             খ) 30.3m/s-1

 গ) 30m/s                                 ঘ) 916.7m/s

৪৩.ক্লোরোফর্মের স্ফুটনাঙ্ক কত?

 ক) 610C                                    খ) 800C

 গ) 1000C                                  ঘ) 2000C

৪৪.বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন কেমন হবে?

 ক) ধীর গতিতে হবে        খ) অতি দ্রুত হবে

 গ) একই থাকবে             ঘ)থেকে থেকে কমবেশি হবে

৪৫.কোন বিজ্ঞানী সর্বপ্রথম গড় মুক্ত পথের সমীকরণ প্রতিষ্ঠা করেন?

 ক) ক্লসিয়াস                  খ) রেনোর

 গ) নিউটন                   ঘ) রবার্ট বয়েল

৪৬.অ্যাভোগেড্রোর সংখ্যা NA এর মান কত?

 ক) 6.02 x 10-23                      খ) 6.02 x 1025

 গ) 6.02 x 1023                        ঘ) 6.97 x 1025

৪৭.কোনো সময়ে বায়ুমন্ডলের তাপমাত্রা 170C ও শিশিরাঙ্ক 120C, 170C ও 120C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে 14.42 x 10-3 m ও 10.46 x 10-3 m পারদ। ঐ সময়ের বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত?

 ক) 72.5% খ) 79.5% গ) 70.5% ঘ) 95%

৪৮.পর্বতের চূড়ায় ভাত রান্না বেশ কঠিন হওয়ার কারণ –

  1. বায়ুর চাপ বেশি
  2. বায়ুর চাপ কম

iii. পানির স্ফুটনাংক কম

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii খ) ii ও iii গ)i ও iii ঘ) i, ii ও iii

৪৯.10 mole গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি কী?

 ক) PV = 10 RT                        খ) PV = nRT

 গ) 10 PV = RT                         ঘ) PV = 10 R

৫০.সম্পৃক্ত বাষ্পচাপ –

  1. তাপমাত্রার উপর নির্ভর করে
  2. তরল পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে

iii. বাষ্প কর্তৃক দখলীকৃত আয়তনের উপর নির্ভর করে

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii                                     খ) ii ও iii

 গ) i ও iii                                     ঘ) i, ii ও iii

 সঠিক উত্তর:

১. (ক)   ২. (ক)   ৩. (খ)   ৪. (ক)   ৫. (খ)   ৬. (ঘ)   ৭. (খ)   ৮. (গ)   ৯. (ক)   ১০. (খ)   ১১. (ক)   ১২. (ঘ)   ১৩. (ক)   ১৪. (ক)   ১৫. (ঘ)   ১৬. (ক)   ১৭. (গ)   ১৮. (খ)   ১৯. (খ)   ২০. (খ)   ২১. (ঘ)   ২২. (খ)   ২৩. (খ)   ২৪. (গ)   ২৫. (ক)   

২৬. (ক)   ২৭. (ক)   ২৮. (গ)   ২৯. (গ)   ৩০. (খ)   ৩১. (গ)   ৩২. (ক)   ৩৩. (গ)   ৩৪. (ক)   ৩৫. (গ)   ৩৬. (ঘ)   ৩৭. (ক)   ৩৮. (ঘ)   ৩৯. (ক)   ৪০. (ক)   ৪১. (গ)   ৪২. (ক)   ৪৩. (ক)   ৪৪. (খ)   ৪৫. (ক)   ৪৬. (গ)   ৪৭. (ক)   ৪৮. (খ)   ৪৯. (ক)   ৫০. (ক)   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!