Friday, May 3
Shadow

নৌকার পক্ষে কাজ করতে দেশে আসছে মিশিগানের প্রতিনিধি দল

মিশিগানেরএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থীদের পক্ষে প্রচারণায় যোগ দিতে দেশে আসছেন মিশিগান আওয়ামী লীগ ও যুবলীগের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সন্ধ্যায় মিশিগানের হ্যামট্রামিক সিটির কাবাব হাউসে এ উপলক্ষে প্রতিনিধি দলটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আগামী সপ্তাহে বাংলাদেশে আসা প্রতিনিধি দলটিতে রয়েছেন মিশিগান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মিশিগান স্টেট যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, মিশিগান স্টেট যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান, দপ্তর সম্পাদক মকুল খাঁন ও সাংস্কৃতিক সম্পাদক রুম্মান আহমদ।

এছাড়া আগামী ২০ ডিসেম্বরের পর মিশিগান মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস শাকুর খাঁন মাখন নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেশে আসবেন।

প্রতিনিধি দল বাংলাদেশে আসা উপলক্ষে কাবাব হাউসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিশিগান মহানগর আওয়ামীলীগের প্রতিষ্টাতা সভাপতি আব্দুস শাকুর খাঁন মাখন।

মিশিগান স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ সালেক আহমদ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদের সঞ্চালনায় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মিশিগান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃদুল কান্তি সরকার, মিশিগান স্টেট যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, সাবেক ছাত্রনেতা সামাদ আহমদ, মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্ববায়ক খাজা আফজাল হোসেন, নবগঠিত বঙ্গবন্ধু ছাত্র পরিষদ যুক্তরাষ্ট্র এর সাধারণ সম্পাদক ইমরান এইচ নাহিদ, সহ সভাপতি রাফাত খাঁন, যুগ্ম সম্পাদক হাসিন হাসনাত প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সবাইকে জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যেবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। বিশেষ করে তরুন ও যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি, বঙ্গবন্ধুকে দেখিনি- আমাদের এখন সময় এসেছে স্বাধীনতা বিরুধীদের প্রত্যাখান করে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার।

বক্তারা মিশিগান মহানগর আওয়ামীলীগ, মিশিগান স্টেট যুবলীগ ও স্টেট ছাত্রলীগ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সকল দ্বিধা বিভক্তি ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে জনসমর্থন তৈরিতে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!