Sunday, December 22
Shadow

এমি জ্যাকসন মা হতে যাচ্ছেন , বিয়ে আগামী বছর

এমি জ্যাকসন

ভারতের দক্ষিণী চলচ্চিত্র জগতে এমি জ্যাকসন-এর প্রতিপত্তি আর ঝলকানির কথা তো কারও অজানা নয়! একের পর এক সুপার হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন এমি জ্যাকসন। এবার তার ব্যক্তিগত জীবনে খুশির হাওয়া। আর সেই খবরটি নিজেই জানিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন।

পোস্টে এমি জ্যাকসন লিখেছেন, আমি ছাদে উঠে গোটা বিশ্বকে চিৎকার করে এই খবরটা জানাতে চাই৷ আর আজকের দিনটা মাতৃ দিবস হিসেবে যথার্থ আমার কাছে৷ আমি ইতিমধ্যেই পৃথিবীর অন্য সব কিছুর থেকেও বেশি ভালোবাসতে শুরু করেছি ৷ প্রকৃত এবং সৎ ভালোবাসা ৷ আমার ছোট্ট লিব্রা তোমাকে দেখার জন্য আমাদের আর তর সহ্য হচ্ছে না।

এ বছরের ১ জানুয়ারি হবু বর জর্জ পেনিইয়টের সঙ্গে বাগদান সারেন অভিনেত্রী। পেশায় ব্যবসায়ী জর্জ। অন্য একটি ছবিতে এমি ও জর্জকে চুমু খেতে দেখা গিয়েছে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, বিশ্বের সব থেকে সুখী মহিলা বানানোর জন্য ধন্যবাদ। নতুন বছর নতুন অ্যাডভেঞ্চার নিয়ে শুরু হলো।

গ্রিসে আগামী ২০২০ সালে এলাহিভাবে জর্জকে বিয়ে করতে চলেছেন তিনি। আর তার আগেই তিনি নিজের প্রেগন্যান্সির খবর দিলেন।

বিশ্বের দীর্ঘতম লবণের গুহা আবিষ্কার ইসরায়েলে

 

https://www.youtube.com/watch?v=r0t64gzuqtg&t=6s&fbclid=IwAR0WVRUNXVp_-TYp3Xz7j-Dcd-IF-boMqXmp2Gm_ETi4JufiAcoD8frtnyw

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!