class="post-template-default single single-post postid-15555 single-format-standard wp-custom-logo group-blog vl-boxed aa-prefix-matin-">
Shadow

‘যখন তোমরা আগুন লাগতে দেখো, তখন তাকবীর বলো’

ঘরবাড়ি, অফিস আদালত যেখানেই প্রাণবিনাশি অগ্নিকান্ড ঘটে, সেটা সকলের জন্যই ক্ষতিকর হয়ে দাড়ায়। আগুন লাগলে কী করণীয়, সে বিষয়ে একটি হাদীসে এসেছে, হযরত আমর ইবনুল আস রা. থেকে বর্ণিত, যখন তোমরা আগুন লাগতে দেখো, তখন তাকবীর পাঠ করো। কেননা তা আগুনকে নিভিয়ে দেয়। (তাবারানি, দুআ-১/৩০৭, আমালুল ইয়াওম ওয়াল্লাইলা,(২৯৫)

ইবনে তাইমিয়া রহ. বলেন, এজন্য নামাজ পড়া, আজান দেয়া, যিকির করা এটাই তাকবীর। এতে আগুন নিভে যায়, যদিও তা ভয়ংকর হয়। ফতুয়া আল-কুবরা ৫/১৮৮

জাদুল মা’দ গ্রন্থে তাইমিয়া রহ. বলেন, অগ্নিকান্ড জাহান্নাম থেকে উদ্ভট, আর তা শয়তানের উপাদান। এখানে শয়তান সহযোগিতা করে এবং বাস্তবায়ন করে।

ঘরবাড়িতে অগ্নিকান্ড ঘটায় শয়তান। এই জন্য নবী সা. বলেছেন, যখন তোমরা ঘুমাতে যাবে তখন (আগুনের) বাতিগুলো (তেমনিভাবে দাহ্য পদার্থও ) নিভিয়ে দিয়ো। কারণ শয়তান (ইঁদুর) এর মতো কিছুকে (বাতির) দিকে পথ দেখিয়ে দেয়। ফলে তা তোমাদের জ্বালিয়ে দিবে। (আবু দাউদ, হাদীস নং ৫২৪৯)

অন্য এক হাদীসে এসেছে, (রাত্রে ঘুমাবার আগে) তোমরা পাত্র ঢেকে দাও, পানির মশকের মুখ বেঁধে দাও, দরজা বন্ধ করে দাও, প্রদীপ নিভিয়ে দাও। কেননা শয়তান মুখ বাধা মশক খুলে না বন্ধ দরজাও খুলে না এবং পাত্রের ঢাকনাও উন্মুক্ত করে না।

সুতরাং তোমাদের কেউ যদি পাত্রের মুখে বিসমিল্লাহ বলে আড় করে রাখার জন্য কেবল একটি কাষ্ঠখন্ড ছাড়া অন্য কিছু না পায় তাহলে সে যেন তাই করে। কারণ ইদুর ঘরের লোকজনসহ ঘর পুড়িয়ে ছারকার করে দেয়। (মুসলিম ৫৩৬৪)

সংসারেও আগুন লাগায় শয়তান। হাদীসে এসেছে, ইবলিস পানির ওপর সিংহাসন বসায়, তারপর অশান্তি সৃষ্টির জন্য তার অভিযান-সৈন্য পাঠায়। তাদের মধ্যে সবচেয়ে বেশী নৈকট্য লাভ করে যে সবচেয়ে বড় ফেতনা সৃষ্টি করতে পারে। অত:পর প্রত্যেকে কাজের হিসাব দিয়ে বলে, আমি এই করেছি, ইবলিস বলে, তুমি কিছুই করোনি। একজন এসে বলে, আমি এক দম্পতির মাঝে ঢুকে পরস্পর কলহ বাধিয়ে পরিশেষে তাদের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে ছেড়েছি। তখন ইবলিস সিংহাসন ছেড়ে উঠে এসে তাকে আলিঙ্গন করে বলে, হ্যা, (তুমিই কাজের কাজ করেছো) মুসলিম, হাদীস নং ৭২৮৪)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!