class="post-template-default single single-post postid-10344 single-format-standard wp-custom-logo group-blog vl-boxed aa-prefix-matin-">
Shadow

চুল পড়া বন্ধ করে তেজপাতার হেয়ার প্যাক!

একটি হেয়ার প্যাক ব্যবহারেই বন্ধ হবে চুল পড়া ! পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করবে তেজপাতা, লেবু ও টক দইয়ের হেয়ার প্যাক। জেনে নিন কীভাবে হেয়ার প্যাকটি তৈরি ও ব্যবহার করবেন।

কয়েকটি তেজপাতা গুঁড়া করে নিন।

  • একটি বাটিতে ২ চা চামচ তেজপাতা গুঁড়া নিন।
  • অর্ধেকটি লেবুর রস মেশান।
  • ৩ টেবিল চামচ টক দই মিশিয়ে ফেটিয়ে নিন।
  • পরিষ্কার চুলে মিশ্রণটি লাগান। শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে নিন চুল।
  • ৪০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলুন চুল।

হেয়ার প্যাকটি কেন ব্যবহার করবেন?

  • প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করবে হেয়ার প্যাকটি।
  • ভিটামিন সি সমৃদ্ধ মাস্কটি খুশকি দূর করতে সাহায্য করবে।
  • চুল পড়া কমবে দ্রুত।
  • নতুন চুল গজাতে সাহায্য করবে।
  • চুল ঝলমলে ও মসৃণ করবে।

তথ্য: গ্লোপিঙ্ক 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!