Monday, December 23
Shadow

সমালোচনায় হিরো আলম, প্রশংসা নায়লা নাঈমের

নায়লা নাঈমেরসোশ্যাল মিডিয়ার বদলৌতে রাতারাতি তারকা বনে যাওয়া হিরো আলমকে নিয়ে মন্তব্য করলেন নায়লা নাঈম। হিরো আলম যখন মনোনয়ন ক্রয়ের আগুনে জ্বলছিলো ঠিক তখনই নায়লার প্রসংশায় ভাসলেন তিনি।

নায়লা নাঈম নিজের ফেসবুক হ্যান্ডেলে হিরো আলমকে খাঁটি মনের মানুষ উল্লেখ করে বলেন, ‘তাকে নিয়ে যে যাই মন্তব্য করুক না কেন… তিনি একজন খাঁটি মনের মানুষ।’

২০১৪ সালের গোঁড়ার দিকে নায়লা নাঈম র‍্যাম্প মডেল থেকে সোশ্যাল মিডিয়ায় আলোচিত হন। এরপর তিনি মূল গণমাধ্যমের সংবাদে আসেন। ব্যক্তিগত জীবনে নায়লা নাঈম দন্ত চিকিৎসক। পাশপাশি মডেলিং ও আইটেম গানে পারফর্ম করছেন তিনি।

অন্যদিকে,  ২০১৬ সালে আশরাফুল আলম আলম ওরফে  হিরো আলম সোশ্যাল মিডিয়াত ট্রোলড হন। সেখান থেকেই আসেন মূল গণমাধ্যমে। ব্যক্তিজীবনে বিবাহিত হিরো আলমের বগুড়ার এরুলিয়া ইউনিয়নে ডিস সংযোগের ব্যবসা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!