Monday, December 23
Shadow

বলিউডের সমকামী তারকারা

প্রতিটি মেঘে খুঁজে নিতে হবে রামধনু’, আজ এভাবেই সমকামকে সম্মানিত করেছেন ভারতের প্রধান বিচারপতি। এক ঐতিহাসিক রায়ে গতকাল থেকে ভারতে আইন সম্মত হয়েছে সমকাম। এ যেন এক নতুন ভারতের সূচনা। এই রায়ে স্বভাবতই খুশি এই লড়াইয়ের অংশিদাররা।

বলিউডেও বিভিন্ন তারকা বিভিন্ন সময়ে বিতর্কে এসেছেন। জানা যায়, সমকাম নিয়েও অনেকেই বিতর্কে জড়িয়েছেন নানা সময়ে। দেখে নেওয়া যাক কোন কোন বলিউড সেলেবকে নিয়ে এমন গুঞ্জন ছড়িয়েছে বলিউডে অলিতে গলিতে।

 অনলাইনে ঘরে বসে আয় করতে এখানে ক্লিক করুন। ব্রাউজারটি ইন্সটল করুন।  

করণ জোহর
বলিউডে বিভিন্ন জায়গা থেকেই কানাঘুষো শোনা যায় যে পরিচালক করণ জোহর সমকামী। তাঁর সঙ্গে ডিজাইনার মণীষ মালহোত্রার বন্ধুত্ব নিয়েও একটা সময় বিস্তর জল ঘোলা হয়। যদিও সমকাম নিয়ে নিজো কোনও দিনই মুখ খোলেননি করণ।

ববি ডার্লিং
ববি ডার্লিংকে নিয়ে বলিউড বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্ক দানা বেঁধেছে। পঙ্কজ শর্মা ওরফে ববি ডার্লিং সেক্স চেঞ্জ করানোর পর থেকেই বিভিন্ন সময়ে খবরের শিরোনামে আসেন।

ইমাম সিদ্দিকি
ডিজাইনার ইমাম সিদ্দিকি সম্পর্কেও এমন তথ্য বহু বার উঠে এসেছে। অনকেই তাঁকে সমকামী বলে চিহ্নিত করেছেন। এরপর বিগবস ৬ – এ ইমাম নিজেই জানিয়েছেন যে তিনি সমকামী।

মণীষ আরোরা
ডিজাইনার মণীষ আরোররা সম্পর্কেও এমন কথা রটে যে তিনিও নাকি সমকামী. যদিও মণীষ আরোরা নিজে এনিয়ে কোনও কথা বলেননি।

রোহিত বাল
ডিজাইনার রোহিত বাল সম্পর্কেও এমন তথ্য শোনা যায় , যে তিনি সমকামী। বিষয়টি রোহিত নিজেও স্বীকার করে নেন।

বিক্রম শেঠ
বিখ্যাত ঔপন্যাসিক বিক্রম শেঠও নিজেকে সমকামী বলে দাবি করেছেন। ফলে তাঁর সম্পর্কে কোনও গুঞ্জনের অবকাশ রাখেননি তিনি।

ভিজে অ্যান্ডি
ভিডিও জকি অ্যান্ডিও নিজেকে সমকামী বলে দাবি করেন। ‘ডেয়ার টু ডেট ‘ খ্যাত এই ভিজে বিভিন্ন সময় বিভিন্ন কারণে খবরের শিরোনাম কেড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!