এরপরেই ফ্রাইড চিকেন খাবেন, কিন্তু কোথা থেকে কিভাবে আসল, কিছুই টের পাবেন না (৩য় ছবি)।
পাকের ঘরে চুলার পাশের অবস্থা!
স্বাদের নুডলস আপনার জন্য
পোড়া তেলে (মবিল মার্কা) ভাজা হবে আপনার জন্য
মিষ্টির সিরায় তেলাপোকাসহ অন্যান্য পোকা এবং ছানার মনোরম অবস্থা (আল্লাহ্ মালুম গা মোছার গামছা কিনা!
চুলার পাশেই এই অবস্থা (শেষ ছবি)। মাত্র কয়েকটি ছবি দেয়া হল।
গতকাল ধানমন্ডি চাইনিজ জিনডিয়ান এবং শংকর হান্ডি। আজ ভাগ্যকুল মিষ্টি।
আমাদের ম্যাজিস্ট্রেট এখন স্বাধীন। কোনো নির্দেশ দেয়া হয় না। তিনি অফিস থেকে বের হয়ে নিজেই ঠিক করেন কবে কোথায় যেতে হবে।
জরিমানা হয়েছে। পরের বার তালা চাবি।
Post Views: 1,791