Monday, December 23
Shadow

৮৬ পেরিয়ে যাচ্ছে মনামীর বিয়ের সংখ্যা!

সেই 2001 সালে অভিনয় জগতে পা দিয়েছিলেন মনামী। আজ পর্যন্ত মনামীরঅন স্ক্রিন বিয়ের সংখ্যা পৌঁছে গিয়েছে ৮৬-তে!

এক জীবনে মানুষ কতবার বিয়ে করে? একবার? বা প্রথমটা না টিকলে দু’বার? অভিনেত্রী মনামী ঘোষ বিয়ে করেছেন ৮৬ বার! সেই ২০০১ সালে অভিনয় জগতে পা দিয়েছিলেন মনামী। তারপর কেটে গিয়েছে প্রায় দু’ দশক।

আর সিনেমা, সিরিয়াল মিলিয়ে আজ পর্যন্ত মনামীর অন স্ক্রিন বিয়ের সংখ্যা পৌঁছে গিয়েছে ৮৬-তে! এই মুহূর্তে তিনি অভিনয় করছেন ‘ইরাবতীর চুপকথা’ ধারাবাহিকে। গল্পেমনামীর অভিনীত চরিত্রটির প্রেমিক লুকিয়ে প্রেম করছে তাঁরই বোনের সঙ্গে।

শেষ পর্যন্ত কি ইরাবতীর সঙ্গে হবে তাঁর বিয়ে? যদি হয় তবে এটা হবে মনামীর ৮৭তম বিয়ে! রিয়াল লাইফে কবে বিয়ে করছেন তিনি? সে বিষয়ে এখনও কিচ্ছু জানাচ্ছেন না অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!