Monday, December 23
Shadow

জেল হত্যা দিবস পালন করলো মিশিগান মহানগর আওয়ামী লীগ

জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মিশিগান মহানগর আওয়ামীলীগ।

রবিবার রাত আটটায় তাদের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মিশিগান মহানগর আওয়ামীলীগের সভাপতি আব্দুস শাকুর খাঁন মাখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মুতালিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মিশিগান মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি জনাব বাবুল আহমদ বাচ্চু, আজাদ খাঁন, আব্দুল মালিক, মিশিগান মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ , সাব্বির আহমদ, দপ্তর সম্পাদক এডভোকেট নুরুল হাসান পারভেজ, কোষাধ্যক্ষ মোহাম্মদ মবশ্বীর আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক এম ডি ইজাজুল হোসেন, মিশিগান স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ, যুগ্ম সাধারন সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান, দপ্তর সম্পাদক মুকুল খান, জিবু চৌধুরী, এ জে পাশা, এম ডি নোমান, রায়হান আহমদ, জাহিদ গৌরি,ফারহান নির্ঝর প্রমুখ।

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতাকে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর জেলের ভিতরে হত্যা করা হয় বাংলাদেশ কে নেতৃত্ব শূন্য করার জন্য। যারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করছে তারাই জাতীয় চার নেতাকে হত্যা করেছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক দিন ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট, ৩রা নভেম্বর ও ২০০১ সালের ২১ আগস্ট তিনটি দিনই একই সুত্রে গাঁথা।
বক্তারা আরো বলেন, স্বাধীনতা বিরোধীচক্র তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃবৃন্দদের বিভিন্ন সময়ে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধংস করে বাংলাদেশকে মিনি পাকিস্তান রুপে তৈরী করতে চেয়েছিল। কিন্তু আজকে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় স্বনির্ভর বাংলাদেশ গড়তে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে আবারো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আনতে সকলকে ঐক্যেবদ্ধভাবে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!