Monday, December 23
Shadow

‘সচিনের এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল’, ফেসবুকে লিখেই ট্রোলড শ্রী রেড্ডি

শ্রী রেড্ডিকখনও আলটপকা মন্তব্য। কখনও কাস্টিং কাউচ নিয়ে ইন্ডাস্ট্রিকে খোঁচা। কখনও আবার নামী ব্যক্তিত্বদের সরাসরি সোশ্যাল মিডিয়ায় আক্রমণ। তেলুগু অভিনেত্রী শ্রী রেড্ডি সর্বদাই শিরোনামে থাকেন।

এ হেন শ্রী-ই এ বার ‘খোঁচা’ দিলেন এমন এক ব্যক্তিত্বকে, যাঁর নামের সঙ্গে বিতর্ক কয়েক ক্রোশ দূরে। তিনি মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

সচিনের নামে কালি ছেটাতে ফেসবুককেই বেছে নিলেন অভিনেত্রী। সচিনের সঙ্গে এক তেলুগু অভিনেত্রীর সম্পর্ক ছিল, এমন কথাই ফেসবুকে লিখে শ্রী রেড্ডি। ফেসবুকে শ্রী লিখেছেন, ‘‘রোম্যান্টিক ব্যক্তি সচিন তেন্ডুলকরন যখন হায়দরাবাদে এসেছিলেন সুন্দর এক নারীর সঙ্গে রোম্যান্স করে গিয়েছিলেন। হাই প্রোফাইল ব্যক্তিত্ব চামুন্ডেশ্বর স্বামী ছিলেন মিডল ম্যান। বড়সড় ব্যক্তিত্বরা ভাল খেলার সঙ্গে রোম্যান্সটাও নিশ্চয় ভালই করেন?’’

ব্যস! এ কথাতেই ক্ষোভে ফেটে পড়ে নেটপাড়ার লোকজন। সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলড হন অভিনেত্রী শ্রী। কেউ বলেছেন, ‘‘আর যাঁকে নিয়ে যা-খুশি বল, সচিনকে নিয়ে একটাও কথা হবে না।’’ কেউ বলেছেন, ‘‘এত দিন ইন্ডাস্ট্রির লোকজনকে নিয়ে বেখাপ্পা মন্তব্য করে এসেছেন। তাতে কিস্যু কাজ হয়নি। এ বারে ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়ে ঘাঁটছেন।’’ কেউ সরাসরি প্রশ্ন তুলে বলেছেন, ‘‘আপনি কোনও প্রমাণ দেখাতে পারবেন?’’

আরও পড়ুন

কাটপিছ নিয়ে কথা বললেন পপি

এর আগেও প্রযোজক সুরেশ বাবুর পুত্র অভিরাম ডগ্গুবতীর দিকে কাস্টিং কাউচের অভিযোগ করেছিলেন শ্রী। একজন নয়। তেলুগু অভিনেতা নানি, পবন কল্যাণ, রাঘব লরেন্স, শ্রীকান্ত এমনকি বলি এবং টলি চিত্রপরিচালক এ আর মুরগাদোজের বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন শ্রী রেড্ডি।

আর যাঁকে নিয়েই হোক, মাস্টার ব্লাস্টারকে নিয়ে ‘যা-খুশি’ মন্তব্য করা চলবে না, শ্রীকে সোজা বুঝিয়ে দিলেন নেটপাড়ার লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!