Thursday, March 13

নুতনের নাতনিকে বলিউডে আনছেন সালমান

সালমানবলিউডের কিংবদন্তি অভিনেত্রী নুতনের নাতনি প্রানুতনকে বলিউডে আনছেন সালমান খান। সালমানের প্রযোজিত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে অভিষেক হবে প্রানুতন বেহেলের। প্রানুতনের বাবা মনিশ বেহেল সালমানের কাছের বন্ধু। বন্ধুর মেয়েকে বলিউডে আনতে পেরে সালমানও খুব খুশি। ছবিতে প্রানুতনের নায়ক হিসেবে দেখা যাবে সালমানেরই আরেক বন্ধুর ছেলে নবাগত জহির ইকবালকে।

গতকাল সালমান খান তাঁর ইনস্টাগ্রাম পাতায় প্রানুতনের ছবি প্রকাশ করেন। তাতে তাঁর প্রযোজিত ছবির নায়িকা হিসেবে ঘোষণা করেন প্রানুতনের নাম। প্রানুতনের এটাই প্রথম সিনেমা। তবে বলিউডের সঙ্গে প্রানুতনের সম্পর্ক নতুন নয়। নবাগত এ নায়িকার দাদি নুতন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী। তাঁর বাবা মনিশ বেহেলও পাকা অভিনেতা। সালমান খানের বড় ভাইয়ের চরিত্রে হাম আপকে হ্যায় কৌন ও হাম সাথ সাথ হ্যায় ছবিতে অভিনয় করেছিলেন। কাজলের মা অভিনেত্রী তনুজা ও নুতন দুই বোন হওয়ার সুবাদে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলও প্রানুতনের আত্মীয়। নবাগত এ অভিনেত্রী একজন আইনজীবী। পড়াশোনা শেষ করে এত দিন ভারতের মুম্বাইয়ের খ্যাতনামা আইনি সংস্থায় কাজ করেছেন। এখন ক্যারিয়ারের বাঁক ঘুরিয়ে বলিউডের দিকে এসেছেন।

জানা গেছে, নাম ঠিক না হওয়া নতুন ছবিতে প্রানুতন শিগগিরই শুটিং শুরু করবেন। ছবির শুটিং হবে কাশ্মীরে। ইন্ডিয়া টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *