সামাজিক ও প্রযুক্তিগত দিক দিয়ে অনলাইন ডেটিং এখন একটি বড় ইসু। অনেকেরই পরিচয় পরিণয় এমনকি বিয়ে পর্যন্ত গড়াচ্ছে এই অনলাইন ডেটিং এর সুবাদে। তবে অনলাইনের যুগেও পুরনো ধ্যানধারণাটা রয়েই গেছে।
অক্সফোর্ড ইন্টারনেট ইন্সস্টিটিউট এর গবেষণা বলছে অনলাইন ডেটিং নিয়ে যতটা আধুনিক চিন্তাভাবনা করা হচ্ছিল ব্যাপারটা ততটা হয়নি।
গত দশ বছর ধরে প্রায় দেড় লাখ ব্যবহারকারীর তথ্য পর্যালোচনা করে গবেষকরা দেখতে পেয়েছেন যে, অনলাইন ডেটিং এর ক্ষেত্রে আগে কথা শুরু করেছে এমন পুরুষের সংখ্যা বেড়েছে ২৪ শতাংশ। অন্যদিকে আগ বাড়িয়ে ছেলেদের সঙ্গে কথা বলেছে এমন মেয়ের সংখ্যা কমেছে ১৫ শতাংশ। এতেই বোঝা যায় যে প্রযুক্তি এগিয়ে গেলেও, ছেলেরাই আগে এগিয়ে আসবে এমন ধারণা বদলায়নি।
এ ছাড়াও দেখা গেছে অনলাইন ডেটিংয়ের ক্ষেত্রে একটা মেয়ের সঙ্গে একটা ছেলের দেখা হবে কি হবে না সেটা অনেকাংশেই নির্ভর করছে মেয়েটা দেখতে কেমন ও তার বয়স কত তার ওপর। মেয়েদের জিজ্ঞেস করা হয়েছিল তারা নিজেদের সৌন্দর্যে নিজেকে ১০ এ কত দেবে। যারা নিজেদের ৮-৯ স্কোর দিয়েছিল দেখা গেছে, তারাই অনলাইনে ছেলেদের বেশি বেশি সাড়া পেয়েছে।
গবেষণায় এটাও দেখা গেছে ইদানীংকার সময়ে পরিচয়ের মাপকাঠি হিসেবে আর্থিক অবস্থা বা শিক্ষাগত যোগ্যতার গুরুত্ব কমে গেছে।