Monday, December 23
Shadow

উইপোকা ঘর ছাড়া করুন

বইখাতা বা কাঠের আসবাবে একবার উইপোকা ধরলে তা থেকে নিস্তার পাওয়া কঠিন। সাধারণ কোনও কীটনাশকে এই পোকা সম্পূর্ণ নির্মূল হয় না। উইয়ের উপস্থিতি টের পেলেই সেগুলো ভেঙে দেওয়া বা পেস্ট কন্ট্রোলের সাহায্যে উইপোকা নিয়ন্ত্রণ- কোনওটাই খুব একটা কার্যকর নয়। এতে সাময়িকভাবে উইপোকা দূর হলেও আবারও তা ফিরে আসে। উইপোকা দূর করতে ধারাবাহিক কিছু অভ্যাস আয়ত্তে রাখতে হবে। জেনে নিন সেগুলো কী কী।

  • কর্পূরের গুঁড়া ও তরল প্যারাফিন মিশিয়ে একটি দ্রবণ তৈরি করুন। দিন চার-পাঁচবার তা লাগিয়ে রাখুন যে দেওয়ালে উইপোকার আক্রমণ বেশি করে সেখানে।
  • নিম পাতার গন্ধ উইপোকা সহ্য করতে পারে না। নিমপাতা শুকিয়ে গুঁড়া করে নিন। বইয়ের আলমারির তাকে বা কাঠের আসবাবের কোণায় মাঝে মাঝেই ছড়িয়ে দিন নিম পাতার গুঁড়া।
  • প্রতিটি বইয়ের পাতার ভাঁজে অল্প কয়েকটা কালো জিরা রাখুন। উইপোকা আক্রমণ করবে না।
  • ন্যাপথালিনের বল রেখে দিন বইয়ের আলমারিতে। কাঠের ডেস্কের ভেতর বা আলনার কোণাতেও রাখুন। এর কড়া কীটনাশকের গন্ধ উইপোকাকে ঘেঁষতে দেয় না।
  • কাগজপত্র দীর্ঘদিন একই জায়গায় ফেলে রাখবেন না। মাঝে মাঝেই তা নাড়াচাড়া করুন।
    তথ্য: বোল্ডস্কাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!