গুনাহ মাফের ছোট্ট আমল - Mati News
Saturday, December 13

গুনাহ মাফের ছোট্ট আমল

গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য আল্লাহ তায়ালা অসংখ্য পথ খুলে দিয়েছেন তার বান্দাকে। বান্দার প্রতি আল্লাহর রহমত আর ভালোবাসা হচ্ছে অসীম। যে কোন অজুহাতে তিনি চান তার বান্দা ক্ষমা পেয়ে যাক।

হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন-

যে ব্যক্তি দিনে এক শতবার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ (আমি প্রশংসার সাথে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি) পড়ে, তার গুনাহসমূহ যদি সমুদ্রের ফেনারাশির সমান হয় তবুও তাকে মাফ করে দেয়া হয়। সূত্র : সহীহ আল-বুখারী, ৮ম খন্ড, ৭৫ অধ্যায়, হাদীস নং- ৪১৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *