ধর্ষণের শিকার হয়েছিলেন পদ্ম লক্ষ্মী। বয়স তখন কেবল ১৬ বছর। এতকাল পরে ৪৮ বছর বয়সে এসে সেই ঘটনার কথা এক নিবন্ধে লিখেছেন মার্কিন অভিনেত্রী ও মডেল পদ্ম লক্ষ্মী। তিনিও ধর্ষণের শিকার হয়ে নিশ্চুপ ছিলেন। তবে নিবন্ধে তিনি আরও লিখেছেন, ওই সময়ে কেন তিনি পুলিশকে জানাননি। ভেবেছিলেন, নিজের দোষে ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি।
গতকাল মঙ্গলবার নিউইয়র্ক টাইমসে ‘১৬ বছর বয়সে ধর্ষিত হয়ে চুপ ছিলাম’ শিরোনামে একটি নিবন্ধ লিখেছেন মার্কিন টিভি উপস্থাপক ও নারী অধিকারকর্মী পদ্ম লক্ষ্মী। সেখানে তিনি লিখেছেন, তখন লেখাপড়ার পাশাপাশি একটি শপিং মলে খণ্ডকালীন চাকরি করতেন তিনি। অল্প দিনে প্রেম হয়ে যায় ২৩ বছরের চমৎকার এক তরুণের সঙ্গে। সেই প্রেমিকের সঙ্গে একদিন তাঁর অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন লক্ষ্মী। ক্লান্তিতে চোখ বুজে এলে বিশ্রাম নিতে শুয়ে পড়েছিলেন। একপর্যায়ে তীব্র ব্যথায় তাঁর ঘুম ভেঙে যায়। প্রেমিককে বাধা দিতে চেষ্টা করেছিলেন তিনি।
নিবন্ধে ‘কাভানা’ প্রসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট উল্লেখ করেন লক্ষ্মী। ডোনাল্ড ট্রাম্প টুইটে বলেছেন, ড. ফোর্ডের কথা যদি সত্যিই হয়, তাঁর তো বহু আগেই পুলিশকে জানানো উচিত ছিল। লক্ষ্মী লিখেছেন, ‘নিজের সঙ্গে ওই ঘটনা ঘটার পরই বুঝেছিলাম, মেয়েরা এসব নিয়ে কেন মুখ খোলে না। তখন যদি কাউকে বলতাম, সবাই আমার দোষ দিত। ঘটনাটি ঘটার পর আমার নিজেরই মনে হয়েছিল, নিজের ভুলের কারণেই এটি ঘটেছে।’
লেখক ও উপস্থাপক পদ্ম লক্ষ্মী লিখেছেন, ‘১৯৮০ সালে প্রেম করতে গিয়ে ধর্ষণের শিকার হলে আমাদের বোঝার কথা নয় সেটা ধর্ষণ না সংগম।’ ৩২ বছর পর এই তারকা বললেন, ‘পুলিশ কেন, ওই সময় কাউকে কিছু বলে কোনো লাভ হতো না। ভেবেছিলাম বড়দের জানাই। কিন্তু জানালেই তাঁরা বলতেন, “ওই অ্যাপার্টমেন্টে গিয়েছিলে কেন?”’ বিবিসি, টাইমস অব ইন্ডিয়া ও নিউ ইয়র্ক টাইমস