বাজারে এসেছে এআই প্রযুক্তির ডুয়াল ক্যামেরা ও নচ-ডিসপ্লেসহ টেকনোর ক্যামন আই টু এবং ক্যামন আই-টু এক্স স্মার্টফোন। উচ্চমান ও প্রযুক্তি সম্পন্ন ক্যামেরার প্রাধান্য পেয়েছে নতুন এই মডেল দুটিতে। মডেল দুটির উদ্বোধন উপলক্ষে সম্প্রতি রাজধানীতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ট্রানশান বাংলাদেশের প্রধান নির্বাহী রেজওয়ানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া মডেল দুটির ইনফ্লুয়েন্সার হিসেবে ইউটিউব সেলিব্রেটি রাবা খান ও গায়ক প্রিতম হাসান নতুন মডেল দুটি উন্মোচন করেন। টেকনো এই ক্যামন সিরিজের ফোনে মিডরেঞ্জ-সেগমেন্টে ক্রেতাদের জন্য উচ্চমান ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরার পাশাপাশি অন্যান্য ফিচারের দিকেও বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে।
রেজওয়ানুল হক বলেন, টেকনোর ক্ষেত্রে আমরা ক্রেতাদের হাতে সাশ্রয়ী মূল্যে উচ্চমানের স্মার্টফোন তুলে দেয়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি। এক্ষেত্রে আমরা এই অঞ্চলের মানুষের ত্বকের রঙের দিকটি বিবেচনায় রেখে ক্যামেরাগুলো এমনভাবে অপ্টিমাইজ করেছি যাতে ছবি তোলার সময় মুখে বেশি আলো ধারণ করতে পারে এবং ছবিটির সৌন্দর্য ফুটিয়ে তোলে।
দুটি মডেলেই কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ডুয়াল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। রয়েছে ৩৭৫০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। মডেল দুটির দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১৪ হাজার ৯৯০ এবং ১৭ হাজার ৬৯০ টাকা।