Monday, December 23
Shadow

বিশ্বের চোখ ধাঁধানো অসামান্য কিছু মসজিদ

এশিয়া ও মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুন্দর মসজিদগুলো ঘুরে দেখুন, যেগুলো একটি সমৃদ্ধ ইসলামিক সংস্কৃতি, স্থাপত্যকলার সৌন্দর্য ও মহত্তে¡র প্রতীক বহন করে; এবং যা আপনাকে পাইয়ে দেবে এক চোখ ধাঁধানো অভিজ্ঞতা।

শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ

The most beautiful mosques in Asia
আবু ধাবিতে অবস্থিত এ মসজিদটি বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর একটি। মসজিদটির স্থাপত্য নকশাটিকে আরব, ফারসি, মুঘল ও মুরিশ নির্মাণশৈলীর একটি ফিউশন বলা চলে।

আল-বুখারি মসজিদ

The most beautiful mosques in Asia
মালয়েশিয়ার আলোর সেতারে অবস্থিত এই মসজিদটিতে আছে টপ-শেপ সাতটি নীল রঙের গম্বুজ। এর প্রধান গম্বুজটিতে পাওয়া যাবে নিখুঁত আরব নকশা।

সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ

The most beautiful mosques in Asia
ওমানে অবস্থিত মসজিদটির ইবাদত কক্ষের মেঝেতে দেখা যাবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হাতেবোনা কার্পেট।

উবুদিয়া মসজিদ

The most beautiful mosques in Asia
মালয়েশিয়ার পেরাকে অবস্থিত এ মসজিদ মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর মসজিদগুলোর মধ্যে একটি। ব্রিটিশ স্থপতি দ্বারা নির্মিত এ মসজিদে আছে মুঘল ও মুরিশ নকশার ছাপ।

দ্য ব্লু মস্ক

The most beautiful mosques in Asia
নীল টাইলসের কারণে এটাকে এ নামে ডাকা হয়। মসজিদটিতে বাইজেন্টাইন খ্রিস্টান এবং ঐতিহ্যবাহী ইসলামিক স্থাপত্যের ধাঁচ রয়েছে।

জহির মসজিদ

The most beautiful mosques in Asia
এটি মালয়েশিয়ায় প্রাচীনতম এবং সবচেয়ে রাজসিক মসজিদ। মসজিদটির অন্দরমহলের জ্যামিতিক নকশায় যোগ করা হয়েছে অনেকগুলো তোরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!