টর্নেডোর ভয়ঙ্কর রূপ অনলাইনে ভাইরাল (ভিডিওসহ)
সম্প্রতি অনলাইনে ভাইরাল হয়েছে মাটিতে আছড়ে পড়া টর্নেডোর দৃশ্য। রোমানিয়ার কালারাসি শহরের কাছে দেখা গেছে এই টর্নেডোটি।
রোমানিয়ার কালারাসি শহর সংলগ্ন এলাকায় প্রায় ১০ ঘণ্টা তাণ্ডব চালায় এই বিধ্বংসী টর্নেডো। স্থানীয় এক ব্যক্তি সে টর্নেডোর ভিডিও করে তা অনলাইনে তুলে দিয়েছেন। আর সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তা মুহূর্তেই ভাইরাল হয়ে উঠেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, কুণ্ডলী পাকিয়ে মাটিতে আছড়ে পড়ছে টর্নেডো। আবহাওয়াবিদ ব্রায়ান লাডা জানিয়েছেন, মাটি থেকে ধুলো-বালি ও গাছপালাসহ নানা জিনিসপত্র টেনে উপরে তুঠেছে ঝড়-স্তম্ভটি।
টর্নেডোর আঘাতে উল্টে গেছে চলন্ত একটি বাস। বাসের প্রায় ১০ জন আরোহী আহত হয়েছে। এছাড়া বহু গাছ উপড়ে পড়েছে।
ভিডিওতে দেখুন টর্নেডোটি-